জুন মাসের শুরুতেই থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। ফের মহার্ঘ ভাতার পরিমাণ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। পুরো ৫৮ শতাংশ হারে DA পাবেন কেন্দ্রীয় কর্মীরা।
29
কেন্দ্রীয় পেনশনভোগী, কর্মচারীদের জন্য সুখবর
কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি বছর দু-বার জানুয়ারি ও জুলাই মাসে মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। এই বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভরশীল। আগামী ৩০ মে প্রকাশিত হতে চলেছে এপ্রিল মাসের AICPI সূচকের পরিসংখ্যান। যা চতলি বছরের জুলাই থেকে কার্যকর হওয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
39
জুলাই মাসের সম্ভাব্য ডিএ বৃদ্ধি
চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫ শতাংশে পৌঁছেছে। এখন সবার নজর জুলাই মাসের সম্ভাব্য ডিএ বৃদ্ধি নিয়ে।
চতলি বছরের জানুয়ারি মাসে AICPI সূচক ছিল ১৪৩.২। ফেব্রুয়ারি মাসে এটি ০.৪ পয়েন্ট কমে ১৪২.৮ নেমে এলেও সর্বোচ্চ ০.২ বেড়ে মার্চ মাসে ফিরে আসে ১৪৩.০ সূচকে। যারফলে ডিএ স্কোর দাঁড়িয়েছে ৫৭.০৬ শতাংশ।
59
প্রকাশিত হবে এপ্রিলের পরিসংখ্যান
জানা গিয়েছে, মে মাসের ৩০ তারিখ প্রকাশিত হবে এপ্রিল মাসের AICPI ইনডেক্স সূচক। যা জুলাই মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির পূর্বাভাস দেবে।
69
বিপুল হারে বাড়বে ডিএ ?
৩০ মে প্রকাশিত হবে AICPI ইনডেক্স সূচক। এবং আগামী তিন মাসের অর্থাৎ এপ্রিল, মে, জুনের ইনডেক্স স্কোর বৃদ্ধি পেলে DA স্কোর বাড়তে পারে ৫৮ শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের বাড়তে চলেছে ডিএ-র পরিমাণ।
79
৩ শতাংশ ডিএ বৃদ্ধি!
মনে করা হচ্ছে যদি এই ডিএ স্কোর ৩ শতাংশ বৃদ্ধি পাই তাহলে ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়তে পারে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি বলে জানা গিয়েছে।
89
ডিএ বৃদ্ধিতে সুখবর
জানুয়ারি মাস থেকে জুলাই। একধাক্কায় ৫৮ শতাংশ হারে ডিএ বাড়লে হাসি চওড়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কারণ, জুলাই ২০২৫ থেকে ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৭ কিংবা ৫৮ শতাংশে পৌঁছতে পারে।
99
মাসিক আয় বৃদ্ধি
কেন্দ্রীয় কর্মচারিদের ডিএ বৃদ্ধিতে প্রভাব ফেলবে তাঁদের মাসিক আয়ে। একজন কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা হলে ৫৭ শতাংশ ডিএ বাড়লে তিনি অতিরিক্ত পাবেন ১০,২৬০ টকা। এবং ৫৮ শতাংশ ডিএ বাড়লে তিনি অতিরিক্ত পাবেন ১০,৪৪০ টাকা। আর এই সুবিধা কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্যও সমানভাবে প্রযোজ্য়।