Summer Vaccetion: বেশ কিছুটা বাড়ল গরমের ছুটি! জুনে নয় জুলাইয়ে মাঝামাঝি খুলবে স্কুল

Published : May 18, 2025, 12:49 PM IST

বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি বাড়ানো হয়েছে। এই তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানতে বলা হয়েছে।

PREV
110

এই গরমের জন্য পড়ুয়াদের বাড়ল আরও কিছুটা গরমের ছুটি। ইতিমধ্যে দেশের অনেক স্কুলেই গরমের ছুটি পড়ে গিয়েছে।

210

এবার এই গরমের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। সাধারণত মে মাসের মাঝ খান থেকে জুনের শেষ নাগাদ পড়ে গরমের ছুটি।

310

গরমের সময় নানান শারীরিক জটিলতায় দেখা দিচ্ছে বাচ্চা থেকে বড় সকলেরই। এবার এই গরমের জন্য পড়ুয়াদের বাড়ল আরও কিছুটা গরমের ছুটি।

410

এবার স্কুল খুলবে জুলাই মাসে। জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

510

বাচ্চারে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হল ছুটি। আর সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।

610

িভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি শুরু ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। আর স্কুলগুলো খুলবে ১৭ জুলাই নাগাদ।

710

বাংলায় ২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সব মিলিয়ে এবছর সারা দেশের বিভিন্ন রাজ্যে গরমের ছুটি প্রায় ৪৬ দিনের জন্য পড়তে চলেছে।

810

মহারাষ্ট্র ও কর্ণাটকের সমস্ত স্কুল ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তেমনই রাজস্থানে ৩১ মে থেকে ১৫ জুলাই স্কুল বন্ধ থাকবে।

910

আর সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে। জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

1010

প্রতি বছরই বাড়ছে গরম। সে কারণেই গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছে শিক্ষা দফতর।

Read more Photos on
click me!

Recommended Stories