এই গরমের জন্য পড়ুয়াদের বাড়ল আরও কিছুটা গরমের ছুটি। ইতিমধ্যে দেশের অনেক স্কুলেই গরমের ছুটি পড়ে গিয়েছে।
এবার এই গরমের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। সাধারণত মে মাসের মাঝ খান থেকে জুনের শেষ নাগাদ পড়ে গরমের ছুটি।
গরমের সময় নানান শারীরিক জটিলতায় দেখা দিচ্ছে বাচ্চা থেকে বড় সকলেরই। এবার এই গরমের জন্য পড়ুয়াদের বাড়ল আরও কিছুটা গরমের ছুটি।
এবার স্কুল খুলবে জুলাই মাসে। জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
বাচ্চারে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হল ছুটি। আর সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।
িভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি শুরু ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। আর স্কুলগুলো খুলবে ১৭ জুলাই নাগাদ।
বাংলায় ২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সব মিলিয়ে এবছর সারা দেশের বিভিন্ন রাজ্যে গরমের ছুটি প্রায় ৪৬ দিনের জন্য পড়তে চলেছে।
মহারাষ্ট্র ও কর্ণাটকের সমস্ত স্কুল ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তেমনই রাজস্থানে ৩১ মে থেকে ১৫ জুলাই স্কুল বন্ধ থাকবে।
আর সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে। জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
প্রতি বছরই বাড়ছে গরম। সে কারণেই গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছে শিক্ষা দফতর।
Deblina Dey