Pollution: ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ্যে। গত ৩০ বছর ধরে চলছে সমীক্ষা। তাতেই দেখা গেছে বছরের অধিকাংশ সময়ই ভারতের আকাশ মেঘলা থাকছে। বৃষ্টি না হলেও ঘোলাটে আকাশই এখন অধিকাংশ সময় ভারতের নিত্যসঙ্গী।
ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ্যে। গত ৩০ বছর ধরে চলছে সমীক্ষা। তাতেই দেখা গেছে বছরের অধিকাংশ সময়ই ভারতের আকাশ মেঘলা থাকছে। বৃষ্টি না হলেও ঘোলাটে আকাশই এখন অধিকাংশ সময় ভারতের নিত্যসঙ্গী।
25
কমছে সূর্যের আলো
রিপোর্ট অনুযায়ী গত ৩০ বছর ধরেই কমতে শুরু করেছে সূর্যের আলো। রোদ ঝলমলে দিনের সংখ্যা কমছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজি ও ভারতের আবহাওয়া বিজ্ঞানীদের নতুন গবেষণায়ে এমনই ছবি সামনে এসেছে। যা বাড়াচ্চে উদ্বেগ। রিপোর্ট প্রকাশিত হয়েছে নেচারস সায়েন্টিফিক রিপোর্টসে।
35
৯টি স্থান থেকে তথ্য় সংগ্রহ
বিজ্ঞানীরা দেশের ৯টি প্রান্তের ২০টি আবহাওয়া কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। তা বিশ্লেষণ করে দেখেছেন দূষণের কারণেই এই সংকট তৈরি হচ্ছে। যা সমস্যা বাড়াচ্ছে চাষাবাদের। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ ব্যতিক্রম রয়েছে। কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলের ছবিটা রীতিমত ভয়ঙ্কর।
বিএইচইউ-এর বিজ্ঞানী মনোজ কে শ্রীবাস্তব জানিয়েছেন, দেশের পশ্চিম উপকূলে সূর্যালোকের সময় এক বছরে কমেছে গড়ে ৮.৬ ঘণ্টা। উত্তর ভারতের সমভূমিতে এই পরিমাণ সবচেয়ে বেশি। সেখানে বছরে ১৩.১ ঘণ্টা করে কমেছে রোদ। পূর্ব উপকূল এবং দ্রাবিড়ীয় মালভূমিতে রোদ ঝলমলে সময় কমেছে যথাক্রমে বছরে ৪.৯ ঘণ্টা এবং ৩.১ ঘণ্টা করে। দেশের মধ্যবর্তী স্থলভাগে বছরে ৪.৭ ঘণ্টা করে সূর্যালোক কমেছে।
55
রোদ কমে ক্ষতি
রোদ কমেযাওয়ার কারণে সৌর শক্তির উৎপাদন প্রাভাবিত হবে। তার সরাসরি প্রভাব পড়তে চলেছে কৃষিক্ষেত্রে। সৌর বিদ্যুতের উৎপাদন কমবে। যার ফলে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ভেস্তে যেতে পারে।