- Home
- West Bengal
- West Bengal News
- 'চড় মেরে বুঝিয়ে দাও...!' বীরভূমে তৃণমূলের বিজয় সম্মেলনে চেনা ছকে অনুব্রত মণ্ডল
'চড় মেরে বুঝিয়ে দাও...!' বীরভূমে তৃণমূলের বিজয় সম্মেলনে চেনা ছকে অনুব্রত মণ্ডল
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে সেই চেনা ভঙ্গিতে পাওয়া গেল জেলার বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলকে। বিজয়া সম্মেলনে ২০২৬ সালের ভোট নিয়েই দলের নেতা ও কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্টা।

চেনা ভঙ্গিতে অনুব্রত মণ্ডল
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে সেই চেনা ভঙ্গিতে পাওয়া গেল জেলার বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলকে। বিজয়া সম্মেলনে ২০২৬ সালের ভোট নিয়েই দলের নেতা ও কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্টা। তিনি দলের নেতা ও কর্মীদের ২০২৬ সালের নির্বাচন কী করে লড়তে হবে তারই পরামর্শ দিয়েছেন।
অনুব্রতর হুঁশিয়ারি
জিততে হবেই! বিজয় সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এমনই হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, 'চড় মেরে বুঝিয়ে দাও। ৬০ হাজার ভোটে লিড দিতে হবে। ' বীরভূমের ইলামবাজারের সভায় এমনটাই বললেন অনুব্রত মণ্ডল।
SIR নিয়ে বার্তা
বীরভূমের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, এনআরসির মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ দেওয়া হয়েছে। তাই সংগঠনকে আরও শক্ত করতে হবে। তিনি দলীয় কর্মীদের মারামারি না করতে পরামর্শ দেন। তিনি বলেন, 'আমরা মারামারি করব না। গায়ে হাত দেব না। জবাব দেব ভোটে, লিড দিয়ে।'
২০২৬-এর প্রস্তুতি এখন থেকেই
অনুব্রত মণ্ডলের কথায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। তাঁর কথায় ২০২৬ সালের নির্বাচন খুবই কঠিন। আর সেই কারণে এখন থেকেই দলের নেতা কর্মীদের সিরিয়াস হতে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, জিততে মরিয়া চেষ্টা করতে হবে দলের সকলকে।
অনুব্রত দাওয়াই
বিজয় সম্নেলনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাওয়াই দেন জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তিনি নিজেও ধরা দিলেন পুরনো মেজাজে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের কথায় দীর্ঘ দিন পরেই অনুব্রত মণ্ডলকে পাওয়া গেল পুরনো মেজাজে।

