সরকারের থেকে মাসে ১০০০ টাকা করে ভাতা নিচ্ছেন সানি লিওনি, জেনে নিন কোন প্রকল্পের সুবিধা নিচ্ছেন অভিনেত্রী

Published : Dec 24, 2024, 10:42 AM IST
Fake Sunny Leones name appears in Chhattisgarhs Laxmi Bhandar like project Matri Bandan Yojana bsm

সংক্ষিপ্ত

ছত্তিশগড়ের মহতারি বন্দন যোজনা প্রকল্পে সানি লিওনির নামে ভাতা পাওয়ার খবর সামনে এসেছে। কংগ্রেসের অভিযোগ, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং ভুয়ো নামে টাকা লোপাট করা হচ্ছে।

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রায় প্রতি রাজ্যেই চালু রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্প। প্রতি মাসে রাজ্য বাসীকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে সরকার। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে সরকার। রাজ্যে অর্থিক ভাবে দুর্বল মহিলারা নিয়ে থাকেন এই সকল ভাতা। তবে, জানেন কি বর্তমানে সরকারের থেকে মাসে ১০০০ টাকা করে ভাতা নিচ্ছেন সানি লিওনি। প্রকাশ্যে এল এমনই তথ্য।

লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছত্তিশগড় চালু আছে মহতারি বন্দন যোজনা। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা করে দিচ্ছে সরকার। এবার এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বলিউডের বিখ্যাত অভিনেত্রী সানি লিওনি নাকি নিচ্ছেন মহতারি বন্দন যোজনার সুবিধা। এই প্রকল্পের আওতায় বলিউড অভিনেত্রী সানি লিওনিকে প্রতি মাসে ১০০০ ‘টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে। যে খবর এল প্রকাশ্যে। আর এই ঘটনা ছত্তিশগড়ে বিজেপি সরকারের দুর্নীতি প্রমাণ দিল ফের একবার।

কংগ্রেস নেতার দেওয়া তথ্য অনুসারে, আবেদনপত্রে প্রাপকের নাম রয়েছে সানি লিওনি। ব্যক্তিগত পরিচয় ক্ষেত্রে তার স্বামীর নাম দেওয়া জনি সিনস। রেজিস্ট্রেশন নম্বর MVY006535575। আবেদনকারীর ঠিকানা হল বাস্তরের তালুর গ্রাম। স্থানীয় অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে নাম নথি ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের মার্চ মাস থেকে এই আবেদনপত্র দেওয়া অ্যাকাউন্টে ঢুকছে টাকা।

এই প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস প্রধান দীপক বেইজ বলেন, এই প্রকল্পের আওতায় প্রায় ৭০ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। এদের মধ্যে ৫০ লক্ষ ভুয়ো। এমনকী মৃত মানুষের অ্যাকাউন্টে যাচ্ছে টাকা।

 

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব