দিল্লীতে ক্রিসমাস উদযাপনে মেতে উঠলেন দেশের প্রধানমন্ত্রী মোদী, আর কী কী করলেন তিনি?

Published : Dec 23, 2024, 11:12 PM IST
দিল্লীতে ক্রিসমাস উদযাপনে মেতে উঠলেন দেশের প্রধানমন্ত্রী মোদী, আর কী কী করলেন তিনি?

সংক্ষিপ্ত

সিবিসিআই সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাথলিক গির্জার নেতৃত্ব সহ প্রায় ৩০০ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খ্রিস্টান গির্জার নেতৃত্বদের সঙ্গে দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিসমাস উদযাপন। সিবিসিআই সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাথলিক গির্জার নেতৃত্ব সহ প্রায় ৩০০ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গির্জার নেতৃত্বদের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে পেরে নিজেকে ভাগ্যবান বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেম এবং ভ্রাতৃত্ব হল আসলে খ্রিস্টের বার্তা। একে শক্তিশালী করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে পারি বলেও প্রধানমন্ত্রী জানান।

সমাজে সহিংসতা ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর জন্য খ্রিস্টান গির্জাগুলিকে আহ্বান জানান নরেন্দ্র মোদী। জার্মানির ক্রিসমাস মার্কেট সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে সিবিসিআই সদর দফতরে আয়োজিত ক্রিসমাস উদযাপনে এই কথা জানান তিনি। দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই যিশুখ্রিস্টের বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মোদী জানান।

সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সিবিসিআই সদর দফতরে পৌঁছান। ক্যাথলিক গির্জার প্রধান নেতারা মোদীকে এরপর স্বাগত জানান। দেড় ঘন্টা তিনি সেখানেই ছিলেন। শিশুদের ক্রিসমাসের গান এবং স্টিফেন দেবসীর সঙ্গীতও শোনেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রী জর্জ কুরিয়ানের বাড়িতে উদযাপনে অংশগ্রহণের কথা উল্লেখ করে মোদী তাঁর বক্তব্য শুরু করেন। 

তিনি নিজে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতে আমন্ত্রণ জানিয়েছেন বলেও মোদী জানান। যিশুখ্রিস্ট প্রেম এবং ভ্রাতৃত্বের বার্তা দিয়েছিলেন, কিন্তু সমাজে বিভেদ এবং সহিংসতা ছড়ানোর চেষ্টা কিছু শক্তি করছে, যা তাঁকে ব্যথিত করে বলে শ্রীলঙ্কার গির্জা এবং জার্মানির ক্রিসমাস মার্কেটে সাম্প্রতিক হামলার ঘটনা উল্লেখ করেন মোদী।

নতুন কার্ডিনাল মার জর্জ কুবাক্কাটিকে এই অনুষ্ঠানে সম্মান জানান মোদী। ভারত থেকে একজন এই সম্মান পাওয়ায় তিনি খুব খুশি বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
জেনে নিন আজ কোন শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত