সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত, দিল্লি-সহ সারা দেশেই বাড়ছে বিদ্যুতের বিল!

Published : Aug 06, 2025, 02:25 PM ISTUpdated : Aug 06, 2025, 02:42 PM IST
supreme court

সংক্ষিপ্ত

Delhi Electricity Regulatory Commission: গ্রীষ্মকাল হোক বা শীতকাল, সারা বছরই বিদ্যুতের বিল নিয়ে জেরবার হন সাধারণ মানুষ। এই অবস্থা থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সমস্যা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

DID YOU KNOW ?
বিদ্যুতের বিল বাড়বে?
বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর দেশজুড়ে বিদ্যুতের বিল বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Supreme Court: উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সারা দেশের সাধারণ মানুষের জন্য খারাপ খবর। সুপ্রিম কোর্টের রায়ে সারা দেশেই বাড়তে চলেছে বিদ্যুতের বিল। বুধবার বিদ্যুতের বিল বাড়ানোর বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (Delhi Electricity Regulatory Commission) বিদ্যুতের বিল বাড়ানো নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। সে বিষয়েই বুধবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, বিদ্যুতের বিল বাড়ানো যেতে পারে। তবে দিল্লি বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা যে ঊর্ধ্বসীমা ঠিক করেছে, তার চেয়ে বেশি বিল নেওয়া যাবে না। শীর্ষ আদালতের এই রায়ে সাধারণ মানুষের চিন্তা বেড়ে গিয়েছে। বিদ্যুতের বিল কত বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিল যে বেশি আসতে চলেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

কেন হঠাৎ বাড়তে চলেছে বিদ্যুতের বিল?

বিদ্যুতের বিল নিয়ে দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে মামলা চলছিল। বুধবার সেই মামলারই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, বিদ্যুতের বিল বাড়ানো যেতে পারে। তবে তা যেন যুক্তিসঙ্গত হয় এবং মানুষের সাধ্যের মধ্যেই থাকে। এই শব্দবন্ধ নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ, দিল্লিতে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট সংস্থা থাকলেও, কলকাতা শহরে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণ করার কোনও সংস্থা নেই। ফলে দিল্লির পর কলকাতাতেও যদি বিদ্যুতের বিল বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। মানুষের সাধ্য অনুযায়ী বিদ্যুতের বিলের কথা বলা হলেও, সাধ্য কত, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি ইচ্ছামতো বিল পাঠাতে পারে।

কলকাতাতেও বাড়বে বিদ্যুতের বিল?

কলকাতা ও শহরতলিতে বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি। এখানে বিদ্যুতের বিল নিয়ে বহু মানুষের মধ্যে অসন্তোষ দেখা যায়। এবার সুপ্রিম কোর্টের রায়ের পর সিইএসসি যদি নতুন করে বিদ্যুতের বিল বাড়ায়, তাহলে মানুষের সমস্যা বাড়বে। ফলে কলকাতাবাসী এখন থেকেই চিন্তায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭
১৭ বছর ধরে দিল্লিতে বিদ্যুতের বিল নিয়ে মামলা চলার পর রায়
১৭ বছর ধরে দিল্লিতে বিদ্যুতের বিল নিয়ে মামলা চলছিল। বুধবার এই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!