১২ সপ্তাহ পরে রিপোর্ট! সুপ্রিম কোর্টে ১ মাস পরে উঠল আরজি কর মামলা, পরবর্তী শুনানি কবে

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রায় এক মাস পরে মামলা উঠল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হয় শুনানি।

 

Saborni Mitra | Published : Dec 10, 2024 4:31 PM
112
সুপ্রিম কোর্টে আরজি কর মামলা

প্রায় এক মাস পরে সুপ্রিম কোর্টে উঠল আরজি কর মামলার শুনানি। ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ উঠল মামলা।

212
প্রধান বিচারপতির বক্তব্য

শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, 'প্রচুর আবেদন জমা পড়েছে। সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে। শুধামাত্র আর্জি ও প্রয়োজনীয় তথ্য দিন।'

312
সিবিআই-এর স্টেটাস রিপোর্ট

এদিন আদালতে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা গিয়েছে। সন্তোষ প্রকাশ করেছে আদালত।

412
নিম্ন আদালতে মামলার অবস্থা

নিম্ন আদালতে আরজি কর মামলার কী অবস্থা রয়েছে তাও জানতে চান প্রধান বিচারপতি। অভিযুক্তের আইনজীবী নিয়েও খোঁজ খবর নেন প্রধান বিচারপতি।

512
দ্রুত বিচারের আর্জি

নির্যাতিতার পরিবার এদিনও দ্রুত বিচার চেয়েছে। সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা বলেন, ছুটির দিন ছাড়া প্রতিদিনও ট্রায়াল হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই ট্রায়াল শেষ হতে পারে।

612
ডিএনএ রিপোর্ট

ডিএনএ রিপোর্ট কোথায় তা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে তুষার মেহতা বলেন, রিপোর্ট ম্যাচ করেছে।

712
রাজ্যের বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগ

এদিনের শুনানিতে আরজি কর-এর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা জানতে চান প্রধান বিচারপতি। তুষার মেহতা বলেন, 'অন্য কোর্টে মামলা চলছে।' তিনি একই সঙ্গে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেন।

812
সিবিআই-এর অভিযোগ

দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেন। তাঁদের বিকুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্য অনুমিতি দিচ্ছে না। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, তাদের কাছে এমন কোনও তথ্য নেই। যদিও আদালত রাজ্যকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে।

912
জুনিয়র ডাক্তার প্রসঙ্গ

রাজ্যের পদক্ষেপের ওপর নিরপেক্ষ নজরদারি কমিটির দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিহ। পাল্টা আদালত ন্যাশানাল টাস্ক ফোর্সের কাছে যেতে নির্দেশ দিয়েছে।

1012
১২ সপ্তাহের মধ্যে রিপোর্ট

প্রধান বিচারপতি জানিয়েছে, 'একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্ক ফোর্স। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে ন্যাশানাল টাস্ক ফোর্স।'

1112
বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেত নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানিয়এছে। ওই মামলা হাইকোর্টে চলছে। তাই সেখানেই শুনানি হবে।

1212
নিম্ন আদাল সংক্রান্ত বিষয়ে

এদিন প্রধান বিচারপতি বলেন, শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। পরব্রতী শুনানির আগে মামলাটি শুনবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ। প্রায় তিন মাস পরে আবার সুপ্রিম কোর্টে উঠবে আজরি কর মামলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos