২০১৬ সালের চাকরি বাতিল মামলায় আর হস্তক্ষেপ নয়, গ্রুপ সি-গ্রুপ ডি আবেদনকারীদের মামলা শুনল না আদালত

Published : Oct 13, 2025, 06:27 PM IST

Supreme Court On WB SSC Scam: চাকরি দুর্নীতি মামলায় যেখানে পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে সেখানে নতুন আর কোনও মামলা  শোনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। কেন মামলা শুনবে না শীর্ষ আদালত?  দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
গ্রুপ সি-গ্রুপ ডি মামলায় হস্তক্ষেপে না সুপ্রিম কোর্টের

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সূত্রের খবর এসএসসি শিক্ষক নিয়োগের মতো গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগও দ্রুত এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু 'যোগ্য' চাকরিপ্রার্থীরা।

25
কী বলল শীর্ষ আদালত?

এই সংক্রান্ত মামলায় সোমবার তাদের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। এছাড়াও আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, আগের রায়ে ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। তাই একই বিষয়ে নতুন করে কোনও আবেদন বা শুনানি চলতে পারে না। 

35
মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না বলে সোমবার জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আদালতের দুই বিচারপতি বলেন, ‘’আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার একই বিষয়ে মামলা করা যায় না।'' এদিন শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে দাবি করে বলেন, ‘’শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে দেরি হচ্ছে। এবং চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালত শিক্ষক নিয়োগের মত শিক্ষা কর্মী নিয়োগের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিক এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিক।'' 

45
মামলাকারীদের আইনজীবীদের দাবি কী?

 তিনি আরও বলেন,  ‘’তারা নিয়োগ নিয়ে কোনও নিশ্চয়তা পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত কোনও আপত্তি থাকলে প্রথমে হাইকোর্টে যেতে হবে। সরাসরি সুপ্রিম কোর্টে অতিরিক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।'' 

55
নতুন বিষয় নিয়ে মামলা

সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন মামলাকারীদের জানান, বিজ্ঞপ্তি জারি হলে নতুন কিছু বিষয় নিয়ে মামলা করা যেতে পারে। সেই স্বাধীনতা আদালত দিচ্ছে। তবে সরাসরি সুপ্রিম কোর্ট সেই মামলা শুনবে না। আগে আবেদনকারীদের হাইকোর্টে যেতে হবে। কিন্তু অতিরিক্ত আবেদনের শুনানি আর হবে না। আদালতের এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের আগের রায়ই বহাল রইল।

Read more Photos on
click me!

Recommended Stories