
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কর্ণপাতই করল না দেশের শীর্ষ আদালত। কুম্ভে যা ঘটেছে তা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
সেইসঙ্গে, মামলাকারীর আইনজীবীকে পরামর্শ দিলেন এলাহাবাদ হাইকোর্টে এই মামলার আবেদন করার জন্য। সোমবার, শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে মহাকুম্ভের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই ইস্যুতে আপনাদের এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত।”
সুপ্রিম কোর্টে মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক। কারণ, নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়।
অন্যদিকে, মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং যে সব বোর্ড লাগানো হয়েছে তা একাধিক ভাষায় লাগানো হোক বলেও দাবি ওঠে। যাতে ভিন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে এবং বুঝতে পারেন।
এছাড়া সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে ছোট মেডিক্যাল টিম এখানে কুম্ভে পাঠাক বলেও দাবি করা হয়। যেখানে চিকিৎসকের পাশাপাশি নার্সরাও যেন থাকতে পারেন। অর্থাৎ, জরুরি অবস্থায় যেন চিকিৎসাকর্মীর কোনওরকম অভাব না ঘটে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শীর্ষ আদালত যেন এই দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে।
ঠিক যাদের গাফিলতিতে এই ঘটনা, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক বলে দাবি করা হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।