SC On Security Breach: পঞ্জাবে নিরাপত্তা বিঘ্নিত মোদীর, সুপ্রিম কোর্টে মামলার শুনানি

Published : Jan 07, 2022, 09:48 AM IST
SC On Security Breach: পঞ্জাবে নিরাপত্তা বিঘ্নিত মোদীর, সুপ্রিম কোর্টে মামলার শুনানি

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার এই মামলার গুরুত্ব পর্যবেক্ষণ করে বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায় মামলাটি শুক্রবার শুনানি করা হবে। ইতিমধ্যেই পঞ্জাব সরকারের কাছে আবেদনের বা পিটিশনের কপি পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (prime Minister Narendra Modi) পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মামলা (security cover during visit to Punjab)। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত (thorough probe) চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন (plea) করা হয়েছে। শুক্রবার সেই আবেদনের শুনানি করবে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে একটি বেঞ্চ, সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং-এর আবেদনের বিষয়টি বিবেচনা করবে বলে খবর। আবেদনে বলা হয়েছে পঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় ব্যাপক লঙ্ঘন ঘটেছে, যার ফলে তার কনভয় ভাতিন্ডায় একটি ফ্লাইওভারে আটকা পড়ে। যা দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সুরক্ষার ইতিহাসে আগে কখনও হয়নি। 

নিরাপত্তা ভঙ্গের এই ঘটনার পর দ্রুত পঞ্জাব সফর বাতিল করে ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার এই মামলার গুরুত্ব পর্যবেক্ষণ করে বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায় মামলাটি শুক্রবার শুনানি করা হবে। ইতিমধ্যেই পঞ্জাব সরকারের কাছে আবেদনের বা পিটিশনের কপি পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

বৃহস্পতিবার মনিন্দর সিং নিজের আবেদনে বলেন প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে রাজ্য পুলিশ বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা করেছিল, তা প্রতিটি প্রমাণপত্র যাতে কেন্দ্রের হাতে এসে পৌঁছয়, তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দেওয়া হোক ভাতিন্ডার জেলা শাসককে। এরপরেই শীর্ষ আদালত জানতে চায় আবেদনকারী কি চাইছেন। মনিন্দর জানান “আমরা চাই এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়…আদালতের তত্ত্বাবধানে পুলিশের মাধ্যমে পেশাদার ও কার্যকর তদন্ত প্রয়োজন। রেকর্ডটি জেলা জজকে নিতে হবে, এবং তারপরে সুপ্রিম কোর্টের হাতে তা এসে পৌঁছবে। সুপ্রিম কোর্ট এরপর শুক্রবার মামলার শুনানির নির্দেশ দেয়। 

এদিকে, পঞ্জাব সরকার প্রধানমন্ত্রীর ফিরোজপুর সফরের সময় ত্রুটির তদন্ত করার জন্য দুই সদস্যের একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে। তিন দিনের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট জমা করবে। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল এবং স্বরাষ্ট্র ও বিচার দফতরের প্রধান সচিব অনুরাগ ভার্মা। অন্যদিকে, সুপ্রিম কোর্ট শুক্রবার পঞ্জাব সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে আদালত-তত্ত্বাবধানে তদন্তের আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র গোটা ঘটনা নিয়ে মন্ত্রক রাজ্য সরকারকে অবিলম্বে একটি রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে। তবে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের হয়ে সাফাই দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি। বিক্ষোভের কারণে হুসাইনিওয়ালা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এক ফ্লাইওভারের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় প্রায় ২০ মিনিট আটকে থাকার পরও, পঞ্জাবের মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে দাবি করেছেন, নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে খেললেন মেসিরা, কলকাতাকে টেক্কা দিল হায়দরাবাদ
১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের