বিজেপির কার্যালয়ে সুষমার দেহ! শোক জ্ঞাপন করতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড়

  • বিজেপির সদর কার্যালয়ে অফিসে এল সুষমা স্বরাজের দেহ
  •  বিজেপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন
  • প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সকলে
  •  কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
     
swaralipi dasgupta | Published : Aug 7, 2019 7:57 AM IST

বিজেপির সদর কার্যালয়ে অফিসে এল সুষমা স্বরাজের দেহ। বিজেপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সকলে।  উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

আজ সকালে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন লালকৃষ্ণ আডবানি, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীও। 

Latest Videos

 

 

প্রসঙ্গত, মঙ্গলবার প্রবল বুকে ব্যথা নিয়ে এইমস-এ ভর্তি হন সুষমা স্বরাজ। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও কাশ্মীর সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে  টুইট করেন সুষমা। বিজেপি শিবিরের অন্যতমা নেত্রী  হলেও অন্যান্য রাজনৈতিক দলেরও  পছন্দের মানুষ ছিলেন। মাত্র ২৫ বছর বয়সেই নেত্রী হন তিনি। গান্ধী পরিবারের সঙ্গেও ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল তাঁর। কিন্তু রাজনীতিতে তাঁদের ঘোর বিরোধিতা করতেন তিনি। 

আজ বিকেলে দিল্লিতে তাঁর শেষযাত্রা হবে। এই শেষযাত্রায় যোগ দেবেন রাজনীতির জগতের বিভিন্ন ব্যক্তিত্ব। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু