বিজেপির সদর কার্যালয়ে অফিসে এল সুষমা স্বরাজের দেহ। বিজেপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সকলে। উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আজ সকালে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন লালকৃষ্ণ আডবানি, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীও।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রবল বুকে ব্যথা নিয়ে এইমস-এ ভর্তি হন সুষমা স্বরাজ। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও কাশ্মীর সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে টুইট করেন সুষমা। বিজেপি শিবিরের অন্যতমা নেত্রী হলেও অন্যান্য রাজনৈতিক দলেরও পছন্দের মানুষ ছিলেন। মাত্র ২৫ বছর বয়সেই নেত্রী হন তিনি। গান্ধী পরিবারের সঙ্গেও ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল তাঁর। কিন্তু রাজনীতিতে তাঁদের ঘোর বিরোধিতা করতেন তিনি।
আজ বিকেলে দিল্লিতে তাঁর শেষযাত্রা হবে। এই শেষযাত্রায় যোগ দেবেন রাজনীতির জগতের বিভিন্ন ব্যক্তিত্ব।