তাহাউর রানা এই তিনটি জিনিস চেয়েছেন NIA কর্তাদের থেকে, রইল মুম্বই হামলার চক্রীর দিনলিপি

Published : Apr 13, 2025, 10:01 AM IST
NIA arrests Tahawwur Hussain Rana, the key conspirator in the deadly 26/11 Mumbai terror attacks

সংক্ষিপ্ত

Tahawwur Rana: ২৬/১১ মুম্বই হামলায় মুম্বই হামলায় মূল চক্রী তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের হেফাজতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ দফতরে একটি উচ্চ নিরাপত্তা বেষ্টিত কুঠুরিতে রাখা হয়েছে। 

Tahawwur Rana at NIA custody: ২৬/১১ মুম্বই হামলায় মুম্বই হামলায় মূল চক্রী তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের হেফাজতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ দফতরে একটি উচ্চ নিরাপত্তা বেষ্টিত কুঠুরিতে রাখা হয়েছে। সূত্রের খবর এনআইএ হেফাজতে থাকার সময় মোট তিনটি জিনিস চেয়ে নিয়েছিল এই জঙ্গি। সেগুলি কিন্তু দ্রুত তাকে দিয়ে দিয়েছে এনআইএ কর্তারা। তাহাউর রানা চেয়েছেন, কাগজ, কলম আর কোরান।

সংবাদ সংস্থা সূত্রের খবর, জেরায় সময়টা তাহাউর রানা কুঠুরি থেকে বের হন। দিনের বাকি সময়টা কুঠুরিতে বলেই কাটিয়ে দেন কোরান পড়ে বা কিছু লিখে। ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রাখা হয়েছে। কুঠুরির ভিরতে রয়েছে সিসিটিভি ক্য়ামেরা। এনআইএ সূত্রের খবর, আরও পাঁচজন বন্দির মতই রাখা হয়েছে তাহাউর রানাকে। তার জন্য বাড়তি কোনও ব্যবস্থা বরাদ্দ করা হয়নি। শুধু মুম্বই হামলার জঙ্গির জন্য বরাদ্দ করা হয়েছে অধিক নিরাপত্তা।

তাহাউর রানার এনআইএ হেফাজতের দিনলিপিঃ

নাম প্রকাশে অনিচ্ছুক এক এনআই কর্তা জানিয়েছেন, জেরার সময়টুকু ছাড়া কুঠুরি থেকে বের হন না। দিনে পাঁচ বার নামাজ পড়েন। রানাকে ধার্মিক মানুষ বলেও উল্লেখ করেছেন এক এনআইএ কর্তা। তবে রানাকে কাগজ আর কলম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এক এনআইএ কর্তা। কিন্তু পেন নিয়ে তাঁরা বিশেষ সতর্ক রয়েছেন। কারণ পেনটি দিয়ে রানা যাতে নিজের কোনও ক্ষতি না করতে পারে সেইদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আদালতের নির্দেশ অনুযায়ী আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেন তাহাউর রানা। দিল্লি আইন পরিষেবা কর্তৃপক্ষ থেকে আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে। ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে তাঁর।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা। ওই হামলার কয়েক দিন আগে তিনি ভারতেও এসেছিলেন। এত দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন রানা। সম্প্রতি তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকাল থেকে রানাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ। তাঁকে জেরার মাধ্যমে ২৬/১১ হামলার সম্পর্কে আরও অজানা তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি