তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের জনসভায় পদপিষ্ট অন্তত ২৯, আহত বহু

Published : Sep 27, 2025, 09:59 PM ISTUpdated : Sep 27, 2025, 10:42 PM IST
Stampede During Vijay's TVK Rally

সংক্ষিপ্ত

Karur Stampede: অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের (Vijay) জনসভায় যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ২৯ জন। শনিবার তামিলনাড়ুর (Tamil Nadu) কারুরে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকার্য ও তদন্ত শুরু করেছে পুলিশ।

DID YOU KNOW ?
দেশে বারবার পদপিষ্ট
চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্তে পদপিষ্টের ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

TVK Rally Stampede: তামিলনাড়ুর (Tamil Nadu) কারুর (Karur) অঞ্চলে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের (Vijay) জনসভায় ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ জখম হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিজয়ের দল তামিজাগা ভেট্টরি কাজাগামের (Tamizhaga Vettri Kazhagam) জনসভার স্থল নিয়ে আগে থাকতেই জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে এই জনসভা হওয়ার কথা ছিল লাইটহাউজ জংশনে। কিন্তু পুলিশ সেখানে জনসভার অনুমতি দেয়নি। পুলিশ প্রস্তাব দেয়, ভেলুস্বামীপুরমে জনসভা করলে যানজট হবে না, সহজেই গাড়ি রাখা যাবে এবং ভিড় সামাল দেওয়াও সহজ হবে। দু'দিন ধরে আলোচনার পর বিজয়ের দলের সাধারণ সম্পাদক এন আনন্দ শুক্রবার জানান, তাঁদের দল নতুন জায়গায় জনসভার প্রস্তাব গ্রহণ করেছে। শনিবার দুর্ঘটনার সময় ভাষণ দিচ্ছিলেন বিজয়। তিনি পুলিশকে ধন্যবাদ জানানোর পরেই দুর্ঘটনা ঘটে যায়। তখন ভাষণ থামিয়ে পুলিশকর্মীদের কাছ থেকে সাহায্য চান তিনি।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ‘তামিলনাড়ুর কারুরে এক রাজনৈতিক সভা চলাকালীন যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা গভীরভাবে দুঃখজনক। যে পরিবারগুলি তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁরা যাতে লড়াই করার মতো শক্তি পান, সেই আশাই করছি। যাঁরা আহত হয়েছেন তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করছি।’

 

 

নজর রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন কারুরের জেলাশাসক। পাশের জেলাগুলির প্রশাসনকেও সাহায্য় করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এডিজিপি (আইন-শৃঙ্খলা) ডেভিডসন দেবাশীরবথমও (Davidson Devasirvatham) ঘটনাস্থলে গিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি যুদ্ধকালীন তৎপরতায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ২৯ জন
শনিবার তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ জখম হয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না