নগদ লেনদেন কমাতে কড়া দাওয়াই, উচ্চবিত্তদের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

Published : Jul 05, 2019, 05:45 PM IST
নগদ লেনদেন কমাতে কড়া দাওয়াই, উচ্চবিত্তদের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

সংক্ষিপ্ত

বছরে এক কোটি টাকা তুললেই কাটা হবে টিডিএস ২ শতাংশ হারে টিডিএস কাটা হবে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে নতুন নিয়ম

বাণিজ্যিক লেনদেনে নগদের ব্যবহার কমাতে এবারে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে এক কোটি টাকা তোলা হলেই ২ শতাংশ হারে টিডিএস কাটা হবে। 

এ দিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, নগদ লেনদেন কমাতে চায় সরকার। সেই কারণেই বেশি পরিমাণ নগদ তোলায় লাগাম টানতে চাইছে সরকার। সরকার চাইছে আরও বেশি সংখ্যায় ডিজিটাল লেনদেনের উপরে জোর দিতে।

আরও পড়ুন- বিনিয়োগ, কর্মসংস্থানে উৎসাহ কেন্দ্রের, কমল বেসরকারি সংস্থার করের বোঝা

যে সমস্ত দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বছরে পঞ্চাশ কোটি টাকার বেশি লেনদেন হয়, তাঁরা ভিম ইউপিআই, আধার পে, ডেবিট কার্ড, এনইএফটি এবং আরটিজিএসের মাধ্যমে ক্রেতাদের থেকে পণ্যের দাম নিতে পারবে। এর জন্য কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট ক্রেতা বা বিক্রেতার উপরে প্রযোজ্য হবে না। 

অর্থমন্ত্রী জানিয়েছেন, যেহেতু নগদ কম তুললে ব্যাঙ্কের সঞ্চয়ের পরিমাণ বাড়বে, তাই রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলিই মার্চেন্ট ডিসকাউন্ট রেটের খরচ বহন করবে। 

PREV
click me!

Recommended Stories

8th pay commission: এখনই কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন, বিরাট আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
১.১১ লক্ষ থেকে একলাফে বেতন হল ৩.৪৫ লক্ষ! কেন এত টাকা করে পাবেন বিধায়করা? রাজ্য দিল উত্তর