Hot Weather: অতিরিক্ত গরমে হিট ওয়েভে আক্রান্ত হলেই মিলবে ৪ লাখ ক্ষতিপূরণ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Published : Apr 16, 2025, 12:39 PM IST
nancy tiwari

সংক্ষিপ্ত

Telangana Heat wave: এপ্রিলের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। যেভাবে বাড়ছে গরম তাতে মে মাসে বইতে পারে লু। এবছর গরম আরও বাড়বে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে মৌসম ভবন। কারণ, চলতি বছরে ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বজায় থাকবে অস্বস্তিকর গরমজনিত আর্দ্রতা।

Telangana Heat wave: এপ্রিলের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। যেভাবে বাড়ছে গরম তাতে মে মাসে বইতে পারে লু। এবছর গরম আরও বাড়বে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে মৌসম ভবন। কারণ, চলতি বছরে ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বজায় থাকবে অস্বস্তিকর গরমজনিত আর্দ্রতা। ফলে স্বাভাবিক ভাবেই গরম যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

গরমের জন্য আগেই দেশের বেশকিছু রাজ্যকে দেওয়া হিট ওয়েভের সতর্ক বার্তা। এবার হিট ওয়েভ নিয়য়ে বিশেষ পদক্ষেপ গ্রহনেক কথা ঘোষণা করল দক্ষিণের একটি রাজ্য। জানা গিয়েছে, তেলেঙ্গনা সরকারের পক্ষ থেকে তাপপ্রবাহকে 'রাজ্য দুর্যোগ' বলে ঘোষণা করা হয়েছে। গরমের সময় কেউ যদি অতিরিক্ত তাপপ্রবাহ বা হিট ওয়েভে আক্রান্ত হয় এই রাজ্যের কোনও বাসিন্দা তাহলে দুর্যোগ আক্রান্ত পরিবারের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

হিট ওয়েভ নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গনা সরকার (Telangana Heat wave):-

সরকারি সূত্রে খবর, তেলেঙ্গানা তাপপ্রবাহকে রাজ্য দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৪ লক্ষ টাকা সাহায্য করা হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, তেলেঙ্গানা রাজ্য সরকার তাপপ্রবাহকে একটি "রাজ্য-নির্দিষ্ট দুর্যোগ" হিসাবে ঘোষণা করেছে। এর ফলে, তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।

সরকারের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশে বলা হয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে তেলেঙ্গানায় তাপপ্রবাহ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল (SDRF) থেকে এই অর্থ সাহায্য প্রদান করা হবে। জেলা কালেক্টররা তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাগুলি নিশ্চিত করবেন এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।

উল্লেখ্য, এর আগে তাপপ্রবাহে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার "আপদবন্ধু" প্রকল্পের অধীনে ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করত। নতুন ঘোষণার ফলে সেই সাহায্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল। এই পদক্ষেপের ফলে তেলেঙ্গানার সেই সকল পরিবার উপকৃত হবে যারা তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছেন এবং তাদের প্রিয়জনদের হারিয়েছেন।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হলেই তাপপ্রবাহ, ৭ ডিগ্রি বেশি হলে তীব্র তাপপ্রবাহ বলা হয় সেটিকে। তবে মৌসম ভবনের তরফে তাপপ্রবাহ ঘোষণার জন্য নতুন মাপকাঠি নির্ধারণ করেছে। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা যদি কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াস (°C) স্পর্শ করে এবং সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে, তবে সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ (Heatwave) হিসেবে গণ্য করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!