প্রকাশিত হলো টিএস- ইএএমসিইটি,আইসিইটি এবং অন্যান্য সিইটি পরীক্ষার তারিখ

তেলেঙ্গানার উচ্চ শিক্ষা পর্ষদ(TSCHE) এবার ইএএমসিইটি, টিএস আইসিইটি এবং টিএস 
ইসিইটি এবং অন্যান্য সিইটি পরীক্ষার(২০২২ এর) তারিখ ঘোষণা করল। জেনে নিন কবে কোন পরীক্ষা হতে চলেছে।

এবার তেলেঙ্গানা স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন(TSCHE) ঘোষণা করলো তেলেঙ্গানা স্টেট ইএএমসিইটি,টিএস আইসিইটি, টিএস ইসিইটি, এবং অন্যান্য সিইটি (২০২২ এর) পরীক্ষার তারিখ, জেনে নিন কবে কোন পরীক্ষা হতে চলেছে।

তেলেঙ্গানা স্টেট ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার এন্ড মেডিকেল কমন এনট্র্যান্স টেস্ট(
ইএএমসিইটি)-এর তারিখ

Latest Videos

১) টিএস ইএএমসিইটি পরীক্ষার জুলাই এর ১৪,১৫,১৮ এবং ২০ তারিখ হবে
২) মোট ২,৬১,৬১৬ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েছেন।
৩) আবেদনের শেষ তারিখ বা সময় সীমা ১৭ জুন,২০২২।

তেলেঙ্গানা স্টেট ইঞ্জিনিয়ারিং কমন এনট্র্যান্স টেস্ট(ইসিইটি) 
১) টিএস ইসিইটি পরীক্ষা শুরু হবে জুলাই ১৩, ২০২২ থেকে।
২) আবেদনের শেষ তারিখ ১৪ জুন,এবং দেরি তে বা শেষ দিন আবেদন করলে তার জন্য ৫০০ টাকা 'লেট ফি' দিতে হবে।

তেলেঙ্গানা ইন্টিগ্রেটেড কমন এনট্র্যান্স টেস্ট(আইসিইটি)
১) পরীক্ষা হবে জুলাই এর ২৭ এবং ২৮, ২০২২ এ।
২) আইসিইটি এর মধ্যেই ৩০,৯৪১ টি আবেদনপত্র জমা নিয়ে নিয়েছে
৩) আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৭ জুন, কোনো লেট ফিস নেই।

তেলেঙ্গানা স্টেট পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কমন এনট্র্যান্স টেস্ট(পিজিইসিইটি)
১)পরীক্ষা টি জুলাই ২৯ থেকে অগাস্ট এর ৮ তারিখ মধ্যে হবে।
২) প্রায় ৪,৪৬২ জন পরীক্ষার্থী আবেদনপত্রজমা দিয়েছেন, আবেদনপত্রের শেষ তারিখ জুন ২০২২, এর কোনো লেট ফিস নেই।

তেলেঙ্গানা স্টেট ল কমন এনট্র্যান্স টেস্ট এন্ড পিজি ল কমন এনট্র্যান্স টেস্ট(টিএস লসেট এন্ড পিজি এলসিইটি)
১) লসেট পরীক্ষা টি ২৭ জুলাই হবে এবং পিজিএলসিইটি পরীক্ষা টি অগাস্ট এর ৮ তারিখ হবে
২) পরীক্ষা টির জন্য মোট ২৪,২৪২ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। 
৩) আবেদনপত্র জমা নেয়ার প্রক্রিয়া এখনো চলছে, এবং আবেদনপত্র জমার শেষ তারিখ হলো জুন১৬, এর কোনো লেট ফিস নেই।

তেলেঙ্গানা স্টেট এডুকেশন কমন এনট্র্যান্স টেস্ট(এড সিইটি)
১) পরীক্ষা টি হবে ২৬ ও ২৭ জুলাই, ২০২২
২) মোট আবেদনকারী ১৬,৪৩৭ জন
৩) জুন ১৫ অবধি আবেন্ডপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

তেলেঙ্গানা স্টেট ফিজিক্যাল এডুকেশন কমন এনট্র্যান্স এক্সাম
১) পরীক্ষার তারিখ হলো ২২,আগস্ট
২) ১৮ জুন আবেনদপত্র জমা দেওয়ার শেষ দিন।
৩) ১,১২৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন এখনো অবধি

অতিরিক্ত তথ্যের জন্য পরীক্ষার্থী রা টিএসসিএইচই (TSCHE) অফিশিয়াল ওয়েবসাইট tache.ac.in এ যেতে পারেন।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024