Hot Weather: আগামী ৫ দিনে ১০ রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস, জানুন তালিকায় রয়েছেন কোন কোন রাজ্য

Published : Apr 08, 2023, 06:36 PM IST
SUMMER

সংক্ষিপ্ত

আগামী পাঁচ দিন আরও গরম বাড়বে। দেশের মোট ১০টি রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস মৌসম ভবনের। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। 

এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রার পারদ বাড়ছে। এই রাজ্যসহ দেশের প্রায় সর্বত্রই গরম বাড়ছে। এই অবস্থায় আরও দুঃসংবাদ শোনাল মৌসম ভবন। আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী পাঁচ দিনের মধ্যে দেশের প্রায় সর্বত্রই তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি করে বাড়বে। এই অবস্থায় দেশের ১০টি রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। তবে ঝড়বৃষ্টির কারণে কয়েকটি রাজ্য তীব্র দাবদব থেকে স্বস্তি পাবে বলেও জানিয়েছেন ভারতের আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতের পূর্বাভাস-

আগামী দুই দিনের মধ্যেই মধ্যপ্রদেশ, ও়ড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এই রাজ্যগুলিতে প্রবল জোরে বাতাস বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। যার কারণে এই রাজ্যগুলির তাপমাত্রা সাময়িকভাবে হ্রাস পেতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাস-

দেশের মোট ১০টি রাজ্যে তাপপ্রবারের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যগুলি হল - বিহার, ঝাড়ৃখণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানা। দিনের বেলায় এই রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তর-পশ্চিম ও উপদ্বীপ এলাকার কিছু অংশ ব্যাতীয় দেশের বেশ কয়েকটি অংশ এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের তুলনায় তাপমাত্রার পারদ অনেকটাই বেশি চড়বে। তেমনই হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে। এপ্রিল মাসের প্রথম থেকেই এই রাজ্যের তাপমাত্রার পারদ ক্রমশই চড়ছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি , যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

খারাপ আবহাওয়ার কারণ-

হাওয়া অফিসের বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও বিশ্বের তাপমাত্রার প্রভাব পড়তে শুরু করেছে ভারত। তারই জেরে তাপনমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়াস সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আইএমডি অনুসারে ১৯০১ সালের তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছিল ভারত। তারই মধ্যে এই বছর ভারত উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে। পাঁচটি শক্তিশালী-সহ সাতটি পশ্চিমাঝঞ্ঝার কারণে দেশে মার্চ মাসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান , মধ্যপ্রদেশ , মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্য ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে। তাতে চাষের ক্ষতি হয়েছে। অন্যদিকে এই রাজ্যে এখনও পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি।

আরও পড়ুনঃ

রাহুল গান্ধীকে সাজা দেওয়া বিচারকের জিভ কেটে নেওয়ার হুমকি, কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ রাজীব চন্দ্রশেখরের

সুখবর চা শ্রমিকদের জন্য, আলিপুদুয়ারের সভা থেকে মজুরি বৃদ্ধির আশ্বাস অভিষেকের

১ মাসে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাত্রা, আলিপুরদুয়ার থেকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে হুমকি অভিষেকের

 

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর