বাংলাদেশে বাড়ছে উত্তেজনা! ইসকন নিষিদ্ধের আবেদন খারিজ করল উচ্চ আদালত

বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়লেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ। বাংলাদেশের হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। বিচারক বলেন, আদালত নিজ উদ্যোগে কোনও সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে আবেদন করা হয়। বাংলাদেশ সরকারও ইসকনকে 'ধর্মীয় মৌলবাদী সংগঠন' বলে অভিহিত করে। কিন্তু আজ সেই আবেদন খারিজ হয়ে যায়। 

বাংলাদেশ ইসকন নিষেধাজ্ঞার আবেদন

Latest Videos

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করায় বাংলাদেশের পরিবেশ উত্তপ্ত। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও আজ আদালতে তাদের পক্ষ পেশ করে। সহিংসতা ও অস্থিরতা রোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনি আদালতকে জানান। যদিও বাংলাদেশ সরকার ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি। বরং সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে বলে খবর। সরকার বসে নেই।

ওই দিন আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন। বিচারপতি পারহা মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চকে সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। এ ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে বলে জানান তিনি। একটিতে ১৩, ১৪ ও ৪৯ জনকে আসামি করা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে আরও ছয়জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ খুবই তৎপর।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed