নবি মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা! সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য, দ্রুতগামী গাড়িতে পিষে মৃত্যু ২ জনের

Published : Jan 15, 2025, 07:47 AM IST
killed in accident

সংক্ষিপ্ত

নবি মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা! সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য, দ্রুতগামী গাড়িতে পিষে মৃত্যু ২ জনের

নবি মুম্বইয়ের তালোজা এমআইডিসি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ! এক দ্রুতগামী চালক তার গাড়ি দিয়ে দু'জনকে পিষে দিয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশ দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন এবং এক যুবকও একই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি প্রচণ্ড গতিতে পেছন থেকে এসে তাদের দু'জনকে এত জোরে ধাক্কা মারে যে তারা অনেক দূরে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লালু দাস (২৭) এবং ৪৪ বছরের প্রমীলা দাসকে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

তালোজা পুলিশ হিট অ্যান্ড রানের অভিযোগে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুদিন আগে একই ধরনের একটি স্কোডা গাড়ি আগুন থেকে আসা একটি স্কুটারকে ধাক্কা মারে, যাতে দুই তরুণী প্রাণ হারান বলে খবর।

গত ২৬ ডিসেম্বর মুম্বইয়ের কাছে ভাসাইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৬ বছরের এক শিশুর। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়, তাকে টেনে নিয়ে যায় এবং তারপর পিছনের চাকা দিয়ে পিষে দেয়।

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের