তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে এক শিশু-সহ নিহত ৫

Published : Sep 12, 2024, 11:39 AM IST
Accident

সংক্ষিপ্ত

তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে এক শিশু-সহ নিহত ৫

তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! ভারতের তামিলনাড়ু রাজ্যের চিদাম্বরমায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন দুই নারী ও শিশু-সহ পাঁচজন ।

জানা গিয়েছে, মায়িলাদুথুরাইয়ের বাসিন্দা ৫৬ বছরের মহম্মদ আনোয়ার তাঁদের এক অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করে পরিবারের সঙ্গে চেন্নাই থেকে ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন ইয়াসির আরাফাত নামে তাদের আরেক আত্মীয়।

চিদাম্বরমের পি মুতলুর সেতুর উপর দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার সময়, বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সাথে সংঘর্ষ করে, এতে ঘটনাস্থলেই মহম্মদ আনোয়ার, ইয়াসির আরাফাত নামে দুই মহিলা, হাজিরা বেগম ও হারাফতনিশা এবং তিন বছরের ছেলে আবনান (হরফতনিশার ছেলে) প্রাণ হারায়।

পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এবং মৃতদেহগুলি উদ্ধার করে উদ্ধারকারী দল। তার পাশাপাশি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি গুলিও সরানো হয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লরি চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি