Viral Reel: রিল বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! গাড়ি নিয়ে ৩০০ ফুট খাদে পড়ে গেলেন দুই তরুণ-তরুণী

Published : Jun 19, 2024, 09:07 AM IST
Viral News

সংক্ষিপ্ত

রিল বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! গাড়ি নিয়ে ৩০০ ফুট খাদে পড়ে গেলেন দুই তরুণ-তরুণী

চালক-সহ ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল গাড়ি। রিল বানাতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি হল এক তরুণীর। গাড়ি চালানোর সময় ভিডিও করছিলেন চালকেরই এক সঙ্গী। সেই ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

কিন্তু কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা?

এদিন রিল বানাতে গিয়ে গাড়ি সমেত খাতে পড়ে যান ২৩ বছরের শ্বেতা দীপক সারওয়াস। এদিন ওই গাড়ির মধ্যে ছিলেন শ্বেতার সঙ্গে ছিলেন ২৫ বছরের সুরজ সঞ্জু মুলে। ঔড়ঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন হিলস এ বেড়াতে গিয়েছিলেন এই দুই তরুণ-তরুণী। কীভাবে গাড়ি চালাতে হয় এই বিষয় নিয়েই রিল বানাচ্ছিলেন তরুণী। তার পরেই বিপদ নেমে আসে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতা হাসি মুখে ধীরে ধীরে গাড়িটিকে পিছনের দিকে নিয়ে যাচ্চিলেন তরুণী।

 

 

বাঁধের ধার থেকে প্রায় ৫০ মিটার দূরে ছিল এই গাড়িটি। কিন্তু ব্যাক গিয়ারের কারণে খাদের ধারে চলে যায় গাড়িটি। ভিডিওতে দেখা গিয়েছে, সুরজ চিৎকার করতে করতে সতর্ক করছেন শ্বেতাকে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ৩০০ গভীর খাদে পড়ে যায় গাড়িটিকে।

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর