স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়া বৈভব কুমারের জামিন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। সেই মামলাতেই জামিন পেলেন অভিযুক্ত।

Soumya Gangully | Published : Sep 2, 2024 12:51 PM IST / Updated: Sep 02 2024, 08:01 PM IST

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। সোমবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী বৈভব কুমার। এদিন বিচারপতি সূর্য কান্ত ও উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ বৈভবের জামিনের আর্জি মঞ্জুর করে। এদিন শুনানির সময় বিচারপতি ভুয়ান উল্লেখ করেন, ১০০ দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে আছেন বৈভব। চার্জশিটও জমা দেওয়া হয়েছে। এই কারণেই বৈভবের জামিনের আর্জি মঞ্জুর করা হল। বৈভবের জামিনের বিরোধিতা করে দিল্লি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, 'এই মামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছেন। তাঁদের উপর বৈভব কুমারের প্রভাব আছে। সাক্ষীদের জেরা করা হোক। তারপর আমি জামিনের বিরোধিতা করব না।' সে কথা শুনে বিচারপতি ভুয়ান বলেন, ‘স্বাতী মালিওয়ালের আঘাত সাধারণ। এই মামলায় জামিন দেওয়া যায়। আপনার জামিনের বিরোধিতা করা উচিত নয়। এই মামলায় কাউকে কারাবন্দি করে রাখা যায় না।’

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে নিগ্রহ

Latest Videos

১৩ মে সকালে স্বাতী অভিযোগ করেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে নিগ্রহ করেছেন বৈভব। নয়াদিল্লির এইমসে স্বাতীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। মেডিক্যাল রিপোর্টে জানানো হয়, স্বাতীর মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ১৮ মে বৈভবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩৪১ ও ৩৫৪বি ধারায় মামলা দায়ের করা হয়। গত মাসে দিল্লির আদালত বৈভবকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বৈভব। তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন।

চক্রান্তের অভিযোগ আম আদমি পার্টির

আম আদমি পার্টি প্রথম থেকেই চক্রান্তের অভিযোগ করে আসছে। সোমবার বৈভব জামিন পাওয়ার পর নতুন করে সেই অভিযোগ করছে দিল্লির শাসক দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Swati Maliwal: স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগ, আটক অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী

Swati Maliwal: দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আক্রান্ত স্বাতী মালিওয়াল, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের

'ছোটবেলায় বাবা যৌন নির্যাতন করেছে', দিল্লিতে অনুষ্ঠানে দাঁড়িয়ে বোমা ফাটালেন স্বাতী মালিওয়াল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
দুর্গা পুজোয় কী ভাসবে বাংলা? দেখুন কী বলছে হাওয়া অফিস | West Bengal Weather Update
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta