আবারও রক্তাক্ত জম্মু-কাশ্মীর! সিআরপিএফ চেকপোষ্টে হামলা জঙ্গিদের, শহিদ হলেন এক জওয়ান

আবারও রক্ত ঝড়ল উপত্যকায়। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন একজন সিআরপিএফ (CRPF) আধিকারিক। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) উধমপুরে।

আবারও রক্ত ঝড়ল উপত্যকায়। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন একজন সিআরপিএফ (CRPF) আধিকারিক। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) উধমপুরে।

সোমবার, পাহাড়ি এলাকার সিআরপিএফ জওয়ানদের একটি চেক পোস্টে হটাৎই হামলা চালায় জঙ্গিরা। ঠিক সেইসময়েই গুলি এসে লাগে সেই সিআরপিএফ জওয়ানের গায়ে। আর তাতেই মৃত্যু হয় তাঁর।

Latest Videos

এদিকে এই ঘটনার পরেই কার্যত এলাকা ঘিরে ফেলা হয়। তারপর শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। যোগ দিয়েছে সেনাও। সূত্রের খবর, উধমপুরের দাদু এলাকার পুলিশ চৌকি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় ছিল এই সিআরপিএফ চেকপোস্ট।

সম্প্রতি জঙ্গি তৎপরতা রুখতে ঐ চেক পোস্টটি তৈরি করা হয় বলে জানা যাচ্ছে। আর ঠিক সেখানেই সোমবার হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনাতেই গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ঐ আধিকারিক। এদিকে এই ঘটনার পর ঐ এলাকায় বাড়তি বাহিনী পাঠিয়েছে আধাসেনা। সেইসঙ্গে, জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় রক্তাক্ত হয়েছে জম্মু-কাশ্মীর। তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষতে শুরু করেছে জঙ্গিরা। এমনকি, গত ১৪ আগস্ট জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকেরও।

ডোডা জেলার আসসর এলাকায় মোট চারজন জঙ্গির খোঁজে যায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী। তবে সেইসময় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন পদ মর্যাদার এক সেনা আধিকারিকের।

আর এবার ফের হামলা হল উপত্যকায়। জম্মু-কাশ্মীরের উধমপুরে সোমবার, সিআরপিএফ জওয়ানদের চেক পোস্টে হটাৎই হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন এক সিআরপিএফ জওয়ান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury