কাশ্মীরের বান্দিপোরায় ধরা পড়ল জঙ্গিরা, সেনাকে লক্ষ্য করে হামলা, চলছে গুলির লড়াই, চিরুনি তল্লাশি

Published : Apr 25, 2025, 09:33 AM ISTUpdated : Apr 25, 2025, 09:57 AM IST
Security personnel carry out a search operation at Baisaran following the Pahalgam terrorist attack

সংক্ষিপ্ত

কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটিতে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোটা কাশ্মীর উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা।

এরপর লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই গুলি চালায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। পাল্টা আক্রমণ করে সেনাও। এখনও গুলির লড়াই চলছে এলাকায়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বন্দিপোরার এই এলাকার কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান তাঁরা। এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান। তবে এখনও কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে তা স্পষ্ট হয়নি।

শুক্রবার ভোরে ভারতীয় সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা উত্তর দিয়েছে ভারতও। এই ঘটনায় এখনও কোনও ভারতীয় সেনার হতাহতের খবর পাওয়া যায়নি। পহেলগাঁও জঙ্গি হামলার পরে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ও পারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। ভারতও প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার জম্মুর উধমপুরেও সেনা-জঙ্গির গুলির লড়াই চলে। দু'পক্ষের লড়াইয়ে আহত হন এক জওয়ান। গুরতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। বাড়ি নদিয়ার তেহট্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চেও সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযনে নেমেছে সেনা। লাসানার জঙ্গলে চলছে জঙ্গিদের কোঁজ। গত ১৫ এপ্রিল এই জঙ্গলেই সংঘর্ষ হয় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীদের মধ্যে। এক জওয়ান সেই ঘটনায় আহত হয়েছিল।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট