এখনই হচ্ছে না ৮ম বেতন কমিশন! নয়া ফর্মুলায় বাড়বে DA, পেনশন, বেতন! সরকারি কর্মীদের লাভ না ক্ষতি?

এখনই গঠন করা হবে না অষ্টম বেতন কমিশন! রীতিমত খারাপ খবর প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য। তাহলে কি ২০২৫ সালে বাড়বে না সরকারি কর্মীদের বেতন? তবে জানানো হয়েছে নয়া ফর্মুলায় বাড়বে DA, পেনশন, বেতন! এতে সরকারি কর্মীদের লাভ না ক্ষতি?

Parna Sengupta | Published : Jan 15, 2025 3:03 PM
111

একটা জিনিসের দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)।

211

কবে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন পেলে কমিশন ভেঙে নতুন পে কমিশনের গঠন করবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। ইতিমধ্যেই এই নিয়ে কয়েক দফায় সরকারের সঙ্গে আলোচনা অবধি সেরে ফেলেছেন কর্মীরা।

311

সপ্তম বেতন কমিশন শেষ হতে চলেছে চলতি বছরের শেষে, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫।

411

এই পরিস্থিতিতে সরকার কি অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে নাকি তার জায়গায় নতুন বেতন নির্ধারণের ফর্মুলা চালু করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

511

তথ্য অনুযায়ী, সরকার এখন Aykroyd ফর্মুলা বিবেচনা করছে। সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল।

611

তবে এবার সরকার প্রতিবছর বেতন সংশোধনের প্রস্তাব আনতে পারে। এর আওতায় মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের বেতন সংশোধন করা হবে।

711

সরকারের প্রকল্প অনুযায়ী প্রতি বছর মূল বেতন বাড়ানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, পারফরম্যান্স-লিঙ্কড ইনক্রিমেন্টের ভিত্তিতে এই নতুন ব্যবস্থা কার্যকর করা যেতে পারে।

811

যাইহোক, অন্যদিকে সূত্রের খবর, কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সম্ভাব্য ধাক্কা দিয়ে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠন নাও করতে পারে এবং সম্ভবত বেতন প্যানেল ব্যবস্থার অবসান ঘটাতে পারে।

911

মোদী সরকার ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু করে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করেছে এবং প্যানেলের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে বলে আশা করা হচ্ছে।

1011

সপ্তম বেতন কমিশনের আগে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের কার্যকালের মেয়াদ ছিল ১০ বছর। এই কারণেই কর্মচারী এবং তাদের ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে আন্দোলন করে আসছে।

1111

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বেতন প্যানেলের মেয়াদ নির্দিষ্ট নয়, যা বহুল প্রচলিত। এখন নতুন পদ্ধতির খবরে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos