Bank Holiday: জুন মাসে টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিশেষ ছুটির লম্বা তালিকা প্রকাশ করল RBI

Published : Jun 11, 2025, 12:34 PM IST

Bank Holiday List: জুন মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়াও টানা ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে জুন মাসে টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিশেষ ছুটির লম্বা তালিকা প্রকাশ করল RBI

PREV
17

জুন মাসে থাকছে টানা ১২ দিন ব্যাঙ্ক বন্ধ। দ্বিতীয় বা চতুর্থ শনিবার ছাড়া আরও বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করেছে RBI।

27

টানা এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে এবার সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকেরা। কবে কবে ব্যাঙ্ক ছুটি পড়ল? জেনে নিন দিনক্ষণ

47

এরপর ২৭ জুন রথযাত্রার কারণে ব্যাঙ্ক ছুটি থাকছে দেশের বিভিন্ন রাজ্যে। ২৮ জুন আবার চতুর্থ শনিবার ফলে ২৭, ২৮, ২৯ তিনদিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকছে।

57

তবে ২৭ জুন শুধু ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে রথযাত্রা উৎসবের কারণে। বাকি সমস্ত রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক। তাই এই ছুটি হয়তো পাবেন না পশ্চিমবঙ্গের মানুষ।

67

এ ছাড়াও ১৪ জুন দ্বিতীয় শনিবার পড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকছে। ১৫ জুন পড়েছে রবিবার ফলে ওই সপ্তাহতেও সাধারণ ভাবে ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে RBI।

77

এ ছাড়াও ২৯ জুন ও ৩০ জুন পর পর ২ তিন তেলেঙ্গানা ও মিজোরামে ব্যাঙ্ক ছুটি থাকবে। ফলে জুন মাসে একটানা বহুদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

Read more Photos on
click me!

Recommended Stories