DA Hike: অবসরের পর আর বাড়বে না DA? মিলবে না বেতন কমিশনের সুবিধা? বিরাট ঘোষণা কেন্দ্রের

Published : Jun 11, 2025, 08:47 AM ISTUpdated : Jun 11, 2025, 08:48 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের পর ডিএ বৃদ্ধি এবং বেতন কমিশনের সুবিধা বন্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল। কেন্দ্র সরকার এই গুজব উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাবেন। জেনে নিন বিস্তারিত।

PREV
110

বকেয়া ডিএ-র মামলা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে দেখা দিল নয়া আশঙ্কা।

210

কদিন ধরেই একটি খবর ঘোরা ফেরা করছে, তা হল অবসরের পর আর বাড়বে না DA। মিলবে না বেতন কমিশনের সুবিধা। সত্যিই কি তাই?

410

প্রসঙ্গত, বছরে ২ বার করে ডিএ বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই সুবিধা সমান ভাবে পান অবসরপ্রাপ্ত কর্মীরা।

510

তেমনই প্রতি দশ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। তাতে যেমন বেতন বাড়ে কর্মীদের তেমনই অবসরপ্রাপ্তদের বাড়ে পেনশন।

610

সদ্য এই ডিএ বৃদ্ধি ও পে কমিশন গঠন নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। অনেকেই দাবি করেছেন, অবসরের পর আর বাড়বে না DA। মিলবে না বেতন কমিশনের সুবিধা।

710

সদ্য এই নিয়ে মুখ খুলল কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে একটি মেজেস ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের অর্থ আইনের অংশ হিসেবে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশন সংশোধনের মতো সুবিধা পাবেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। কিন্তু এই তথ্য পুরোপুরি ভুয়ো’।

810

অর্থাৎ এই ডিএ এবং পে কমিশনের সুবিধা না পাওয়ার বিষয়টি ভুল বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

910

তেমনই জানান হয়েছে, ২০২১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস নিয়মের ৩৭ নম্বর ধারাতে সংশোধন আনা হয়েছে।

1010

সেই ধারা অনুসারে, অসদাচরণের জন্য কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী বরখাস্ত হলে অবসর পরবর্তী সুবিধা প্রদান করা হবে না। এটা কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories