মুম্বই বিমানবন্দরে নামেন 'এলিফ্যান্ট হুইস্পারার' এর প্রযোজক গুনীত মঙ্গা । অস্কার জয়ের পর ভারতে ফিরলেন তিনি । ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় মুম্বই বিমানবন্দরে ।
মুম্বই বিমানবন্দরে নামেন 'এলিফ্যান্ট হুইস্পারার' এর প্রযোজক গুনীত মঙ্গা । অস্কার জয়ের পর ভারতে ফিরলেন তিনি । ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় মুম্বই বিমানবন্দরে । সেখানে তাকে অস্কার ট্রফি ধরে থাকতে দেখা গেছে | এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন | সেখানে তিনি জানান অস্কারের মঞ্চে তার বক্তৃতা কেটে দেওয়া হয়েছিল |