নরেন্দ্র মোদীর ধর্মনিরপেক্ষ ভারতে ক্রমশ কমছে 'হিন্দু' জনসংখ্যা! দেখুন বিস্ফোরক সরকারি পরিসংখ্যান

৬৫ বছরে ভারতে হিন্দু কমেছে প্রায় আট শতাংশ। এমনই দাবি করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের একটি রিপোর্টে! এই বিস্ফোরক তত্য প্রকাশ পেতেই হইচই পড়ে গিয়েছে।

Parna Sengupta | Published : Aug 10, 2024 5:03 AM IST

18

মোদীর ভারতে নাকি কমছে হিন্দু জনসংখ্যা। এমনই দাবি করা হয়েছে খোদ সরকারি পরিসংখ্যানে! চমকে উঠলেন তো?

28

বাংলাদেশ চলছে হিন্দুনিধন যজ্ঞ। এদিকে, চুপিসাড়ে হিম্দুর সংখ্যা কমছে ভারতে। মোদীর ধর্মনিরপেক্ষ দেশ ভারতে হিন্দু জনসংখ্যা ক্রমশ কমছে বলে দাবি করা হয়েছে।

38

'ধর্মীয় সংখ্যালঘুর অংশীদারিত্ব- আন্তঃদেশীয় বিশ্লেষণ' নামে ওই রিপোর্টে তুলে এই তথ্য, যেখানে দেখানো হয়েছে কীভাবে ক্রমশ খুব ধীরে হলেও কমে যাচ্ছে হিন্দু জনসংখ্যা।

48

এই রিপোর্টে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে জনসংখ্যা বিচার করলে ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে ৭.৮২ শতাংশ।

58

সেইসময়ের মধ্যেই মুসলিমদের জনসংখ্যা ৪৩.১৫ শতাংশ বেড়েছে। খ্রিস্টান, বৌদ্ধ এবং শিখদের জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে পার্সি এবং জৈনদের জনসংখ্যা কমেছে।

68

ওই রিপোর্ট অনুযায়ী, ১৯৫০ সালে মোট জনসংখ্যার মধ্যে ৮৪.৬৮ শতাংশ মানুষ হিন্দু ছিলেন। যা ২০১৫ সালে কমে দাঁড়িয়েছে ৭৮.০৬ শতাংশে।

78

আবার ১৯৫০ সালে মোট জনসংখ্যার মধ্যে ৯.৮৪ শতাংশ মুসলিম মানুষ ছিলেন। সেটা ২০১৫ সালে বেড়ে ১৪.০৯ শতাংশে পৌঁছে গিয়েছে।

88

ওই ৬৫ বছরে ভারতে মুসলিম জনসংখ্যা ৪৩ শতাংশ বেড়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos