ওয়াকফ সম্পত্তি কী? মুসলিমদের এই সম্পত্তি আইন বদলে মোদী সরকারের কড়া বিলে কী কী রয়েছে

কেন্দ্র সরকার ওয়াকফ বোর্ডের আইন ১৯৯৫ সালের সংশোধন করতে চাইছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে এটি সংখ্যালঘুদের উপর হস্তক্ষেপ, কিন্তু সরকার বলছে এতে কোনও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না।
Saborni Mitra | Published : Aug 9, 2024 5:59 AM IST
110
ওয়াকফ বোর্ডের আইন

১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের আইনে বদল আনতে চাইছে কেন্দ্র সরকার। কিরেণ রিজিজু বলেছেন, কোনও ধর্মীয় সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই কেন্দ্রে।

210
বিরোধিতায় বিরোধীরা

সংসদে নতুন বিলের বিরোধিতা করেছেন বিরোধীরা। তাদের বক্তব্য সংখ্যলঘুদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিলের উদ্দেশ্য হিংসা ছড়ান।

310
ওয়াকফ সম্পত্তি

স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা দলিলের মাধ্যমে আল্লাহকে দান করা হয় তাই ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি সেবামূলক কাজে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরেই ওই রেওয়াজ চলে আসছে মুলসিম সম্প্রদায়ের মধ্যে।

410
ওয়াকফ সম্পত্তির ব্যবহার

সাধারণত কোনও জনসেবার কাজে ব্যবহৃত হয় এই জমি। অথবা কেউ উত্তরসূরী হিসেবে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই সম্পত্তি কখনও হস্তান্তর করা যায় না। সাধারণত, শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদের জন্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জমি ব্যবহার করা হয়।

510
ওয়াকফ বোর্ড

ওয়াকফ সম্পত্তির দেখভালের দায়িত্বে থাকে বেশ কয়েকজন। তাদের সম্মতিতেই সম্পত্তির ব্যবহার হয়। সেই মণ্ডলীকে বলা হয় ওয়াকফ বোর্ড। মূলত মুসলিমরাই বোর্ডের সদস্য হন।

610
ওয়াকফ বোর্ডের গঠন

১৯৬৮ সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। দেশ জুড়ে ওয়াকফ বোর্ডগুলি এই কাউন্সিলের নজরদারিতে চলে। সম্পত্তি নিয়ে ওয়াকফ বোর্ড ছাড়াও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সম্পত্তির বিষয়ে কথা বলে এই কাউন্সিল। প্রয়োজনীয় নির্দেশও দিতে পারে।

710
১৯৯৫ সালে আইন সংশোধন

১৯৯৫ সালে একটি আইন তৈরি হয়, যা সংশোধন হয় ২০১৩ সালে। সেই আইনে ওয়াকফ বোর্ডকেই ক্ষমতা দেওয়া হয়, যাতে তারাই ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করতে পারে।

810
ওয়াকফ আইনে সংশোধন চায় সরকার

কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডের ক্ষমতায় রাশ টানতে চাইছে। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেকটরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয়। আইন কার্যকর হলেই সরকার সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি থাকবে না।

910
জেলা শাসকের হস্তক্ষেপ

আইন কার্যকর হলে ওয়াকফ বোর্ডের কাজে হস্তক্ষেপ করতে পারবে জেলা শাসক। জমির রেভিনিউ রেকর্ড থেকে শুরু করে রাজ্যকে রিপোর্ট দেওয়ার কাজও করতে হবে। সরকারকে না জানিয়ে কোনও জমি বা সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি করা যাবে না।

1010
নথি ছাড়া সম্পত্তি নয়

এতদিন পর্যন্ত মৌখিকভাবে দান করা জমিও ওয়াকফ সম্পত্তি হত। কিন্তু এখন থেকে তা আর কার্যকর হবে না। যে কোনও সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ, নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos