Published : May 27, 2025, 07:30 AM ISTUpdated : May 27, 2025, 07:31 AM IST
জুন থেকে প্রবীণ নাগরিকরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধার জন্য আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয়পত্র প্রয়োজন। ট্রেন, বাস এবং নির্বাচিত ফ্লাইটে এই সুবিধা পাওয়া যাবে।
সব মিলিয়ে ১৫ জুন থেকে বিরাট পরিবর্তন আসছে সিনিয়র সিটিজেনদের জীবনে। এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে তারা।
512
ভারতীয় প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালু হচ্ছে ১৫ জুন থেকে। শোনা যাচ্ছে এমনটাই।
612
১৫ জুন থেকে আসছে বিরাট বদল। এবার প্রবীণদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল সরকার।
712
এই সুবিধা পেতে প্রয়োজন আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয় পত্র।
812
আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকেই এই সুবিধা সরাসরি নিতে পারবেন। সেখানে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করে আধারের মাধ্যমে বয়স যাচাই করতে হবে।
912
এই সুবিধা পেতে প্রয়োজন আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয় পত্র।
1012
ফ্লাইটের আসন সীমিত হওয়া বুকিং করতে হবে আগে থেকে। সঙ্গে ভ্রমণের সময় বহন করতে হবে পরিচয় পত্র।
1112
বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট পাওয়া যাবে, আর ফ্লাইটের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিন। এক্ষেত্রে মোবাইল ওটিপি ব্যবহাপ করতে হবে।
1212
এই প্রকল্পরের আওতায় আসবে ট্রেনের জেনারেল ও স্লিপার ক্লাস, সরকারি বাস, নির্বাচিত অভ্যন্তরীন ফ্লাইটে বিনামূল্যে বা ছাড়ে ভ্রমণ করা যাবে।