মধ্যবিত্তদের জন্য বিরাট খুশির খবর! হোমলোনে ২৫ লাখ পর্যন্ত সুদে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার

এই প্রকল্পের অধীনে প্রায় ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। যার মধ্যে প্রায় ৮৫ হাজার বাড়ি কাজ শেষ হয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়াও হয়েছে।

deblina dey | Published : Dec 20, 2024 4:36 AM IST
113

প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পের সাহায্যে কিছু মধ্যবিত্তদের মাথার উপর ছাঁদের স্বপ্ন পূরণ করা সম্ভব হয়েছে। 

213

মোদী সরকার তার প্রথম মেয়াদেই এই প্রকল্প সূচণা করেছিল। এর পর দ্বিতীয় পর্যায়ে এই অনুমোদনের কাজ শুরু হয়েছে। 

313

চলতি বছরের অগাষ্ট মাস অবধি এই প্রকল্পের অধীনে প্রায় ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। যার মধ্যে প্রায় ৮৫ হাজার বাড়ি কাজ শেষ হয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়াও হয়েছে। 

413

পাশাপাশি যে প্রকল্পগুলি বাকি আছে তাতে কাজ চলছে। সেগুলিও দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

513

তবে এইবার দ্বিতীয় পর্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পের সাহায্য তারাই পাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। 

613

যদি কোনও গ্রাহকের নামে স্থায়ী বাড়ি থাকে তবে সেই গ্রাহক এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না। অর্থাৎ গ্রাহকের নামে কোনও স্থায়ী বাড়ি থাকা চলবে না। এই জন্য গ্রাহকদের তিনটি এবং এই প্রকল্পকে চারটি ভাগে ভাগ করা হয়েছে-

713

গ্রাহকদের তিনটি ভাগ-

১) যে পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে তারা ( EWS) শ্রেণীর আওতায়।

২) যে পরিবারের বার্ষিক আয় ৩-৬ লাখ টাকার মধ্যে তারা (LIG) শ্রেণীর আওতায়।

৩) যে পরিবারের বার্ষিক আয় ৬-৯ লাখ টাকার মধ্যে তারা (MIG) শ্রেণীর আওতায়।

813

প্রকল্পের চারটি ভাগ-

১) PMAY2.0- এই সরকারী যোজনায় লাভার্থী ভিত্তিক ণির্মান (BLC)

২) পার্টারশীপের সাশ্রয়ী আবাসন- (AHP)

৩) সাশ্রয়ী ভাড়ার আবাসন- (ARH)

৪)সুদের উপর ভর্তুকি স্কিম (ISS)

913

BLC- মডেলে EWS শ্রেনীর পরিবাররা তাদের জমিতে বাড়ি নির্মানের জন্য এই প্রকল্পের সাহায্য পাবেন। 

1013

AHP মডেলে কোনও এক সংস্থার মাধ্যমে তা সরকারি হোক বা বেসরকারি, সাশ্রয়ী বাড়ি তৈরি করা হবে। 

1113

EWS গ্রাহকদের আর্থিক সহায়তা দিয়ে এই সুবিধা দেওয়া হবে।

1213

এছাড়া সুদের উপর ভর্তুকি স্কিমে অর্থাৎ ISS মডেলে ৩৫ লাটার বাড়ির জন্য ২৫ লাখ পর্যন্ত হোম লোনের সুবিধা পাবেন। 

1313

সবচেয়ে ভালো বিষয় হলো সরকার সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে তাদের এই ভর্তুকির টাকা পাঠাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos