কেন্দ্রের মতো এবার মোক্ষম চাল দেবে রাজ্য সরকার! DA-র পাশাপাশি একধাক্কায় বাড়বে বোনাসও

বড় পদক্ষেপ রাজ্য সরকারের! কেন্দ্রের মতোই এবার মোক্ষম চাল দিতে চলেছে রাজ্য সরকার। জানানো হয়েছে ডিএ তো বাড়ানো হবেই, এরই সঙ্গে মিলবে বোনাসও! কে কত টাকা পাবেন জেনে নিন

Parna Sengupta | Published : Jan 16, 2025 4:27 PM
110

কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশনের আওতায় বছরে দু’বার কর্মীদের মূল বেতন এবং DA বাড়ায়।

210

সাধারণত, মার্চ এবং অক্টোবর মাসে এই ঘোষণা করা হয়। জানুয়ারি থেকে জুন ইতিমধ্যেই DA ঘোষণা করেছে কেন্দ্র।

310

এই ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা DA বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন, এবার তাদের আশা সম্পূর্ণ হয়েছে।

410

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি মাসেই সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।

510

যাদের মাসে মাইনে ৫০ হাজার টাকা তাঁদের বাড়বে ১৫০০ টাকা করে।

610

এমতাবস্থায় কর্মচারী ও পেনশনভোগীরাও ৩ মাসের বকেয়া পাবেন। আর এই আবহে কেন্দ্রের সিদ্ধান্তের মতই এবার রাজ্য সরকারও DA বাড়াতে চলেছে।

710

এইমুহুর্তে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান রাজ্য সরকারি কর্মচারীরা।

810

সম্প্রতি একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের এবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ ৫৪ শতাংশ হারে DA পাবেন।

910

তবে মহার্ঘ ভাতা বাড়ানোতেই এই আনন্দ সীমিত থাকছে না। এর পাশাপাশি নন-গেজেটেড রাজ্য সরকারি কর্মচারীদের বোনাসও প্রদান করা হবে।

1010

উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের জন্য রীতিমত খুশির খবর আসতে চলেছে, বলাই বাহুল্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos