বেড়ে যাবে Summer Vacation-এর সময়! শিশুদের গরম থেকে বাঁচাতে এমনই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। কড়া বার্তা দিতে পারে নবান্ন।
27
৩১ মে পর্যন্ত ছুটির নির্দেশ রয়েছে স্কুলগুলিতে। ফের আবার স্কুল খোলার কথা রয়েছে ২ জুন। কিন্তু তারপরেও বন্ধ থাকতে পারে রাজ্যের স্কুলগুলি বলে অনুমান করা যাচ্ছে।
37
এপ্রিল মাসে খুব একটা গরম পড়েনি এই বছর। মোটামুটি বৃষ্টি দেখা গিয়েছে মাস জুড়ে। তবে মে মাস পড়তেই পারদ চড়েছে রাজ্য জুড়ে।
একেবারে হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর গরমে শিশুদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে প্রবল। তাই সেই ঝামেলা এড়াতেই আরও বাড়তে পারে গরমের ছুটি।
57
তবে ১ জুন নাগাদ বর্ষা ঢুকতে পারে বাংলায়। যদি বর্ষা আসার খবর হয়। তবে আপাতত আর ছুটি বাড়নো হবে না। তবে এখনও এই নিয়ে কোনও আপডেট দেয়নি আবহাওয়া দফতর।
67
রাজ্য জুড়ে যদি টানা তাপপ্রবাহ চলে তাহলে ফের ৭ দিনের জন্য গরমের ছুটি বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার। তবে এখনও এমন কোনও নোটিশ বের হয়নি।
77
ভয়ঙ্কর গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। নেই বৃষ্টির দেখা। কালবৈশাখীও হয়নি মে মাসে। তাই আপাতত গরমই থাকবে বলে অনুমান করা যেতে পারে।