সজোরে যাত্রীসহ ভেঙে পড়ল ট্রেনের উপরের বার্থ! ভয়াবহ মৃত্যু বৃদ্ধের, ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল

Published : Jun 27, 2024, 12:51 PM IST
Indian Railways Rules

সংক্ষিপ্ত

সজোরে যাত্রীসহ ভেঙে পড়ল ট্রেনের উপরের বার্থ! ভয়াবহ মৃত্যু বৃদ্ধের, ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল

চলন্ত ট্রেনের বার্থ ভেঙে মৃত্যু! ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল। কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা?

শুয়ে থাকতে থাকতে হঠাৎই ভেঙে গেল ট্রেনের বার্থ। যার জেরে মৃত্যু হল এক বছর ৬২-এর বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে এরনাকুলাম হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপার ফার্স্ট এক্সপ্রেসে। কেরল থেকে নয়া দিল্লি যাচ্ছিলেন ওই বছর ৬২-র বৃদ্ধ। লোয়ার সিটেই বসেছিলেন তিনি। কিন্ত তারপরেই ভয়াবহ ঘটনা ঘটে ওই বৃদ্ধের সঙ্গে।

মাথার উপরে ভেঙে পরে উপরের বার্থটি। আপার বার্থেও শুয়েছিলেন আরও এক যাত্রী। একে বার্থের ওজন তার উপরে যাত্রীর ওজনে গুরতর জখম হয়ে পড়েন ওই বৃদ্ধ। তরিঘরি তাকে হায়দরাবাদের একটি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অস্ত্রপচার চলাকলীনই বৃদ্ধের মৃত্যু হয় বলে জান গিয়েছে।

এরপরেই একটি বিবৃতি জারি করেছে রেল। যেখানে বলা হয়েছে। "ওই ট্রেনে বার্থের কোনও সমস্যা ছিল না। নিয়মিত রেলের বার্থ পরীক্ষা করে দেখা হয় রেলের তরফ থেকে। উপরের বার্থের যাত্রীটি ঠিক করে আসনটি চেইন দিয়ে আটকাননি। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।"

PREV
click me!

Recommended Stories

ডিমে নাইট্রোফিউরান? গোটা দেশেই নমুনা সংগ্রহ করে ডিম পরীক্ষা করবে FSSAI
দুধ,পনির, খোয়ায় ভেজাল! দুগ্ধজাত পণ্য়ের ভেজাল রুখতে বড় অভিযানেপ নির্দেশ FSSAI-র