DA বাড়াতে আর কোনও সমস্যা নেই! নয়া বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার, অবশেষে কত বাড়ছে টাকা

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ বাড়ানো হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল কর্মীদের মনে, অবশেষে এল সুখবর।

Parna Sengupta | Published : Nov 19, 2024 8:02 AM IST
110

দীপাবলির আগেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তারপর থেকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

210

এরই মাঝে রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা বৃদ্ধি (Salary Allowance) ইত্যাদিতে নানা সমস্যা হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

310

চাকরি শেষের পর পেনশন প্রদানেও সমস্যা হচ্ছে বলে দাবি করা হচ্ছিল। এই আবহে এবার রাজ্যের ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দফতরের কমিশনার এবং পেনশন ডিরেক্টরেট সবটা পরিষ্কার করলেন।

410

সম্প্রতি ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দফতরের কমিশনার এবং পেনশন ডিরেক্টরেট বলেন, ডিএ, বেতন বৃদ্ধিতে বিলম্ব হচ্ছে কারণ কর্মচারীদের ডেটা আপডেট হয়নি তাই। অবিলম্বে এই সমস্যা দূর করতে কর্মচারীদের তথ্য আপডেট করতে হবে।

510

ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভাগীয় প্রধানদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

610

কর্মচারীদের কি কি ডেটা আপডেট করতে হবে? জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সকলকে নিজের জন্ম তারিখ, আধার নম্বর, বিভাগে নিয়োগের তারিখ এবং কর্মচারী- কর্মকর্তা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করে রাখতে হবে।

710

এরপর সেই সব ডেটা যাবে ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কমিশনার এবং পেনশন অধিদফতরে।

810

জানানো হয়েছে সমস্ত ডেটা সঠিকভাবে এন্ট্রি হয়ে গেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, মহার্ঘ ভাতা, বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত যেসকল সমস্যা রয়েছে তা মিটে যাবে। IFMIC পোর্টালে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সমস্ত রেকর্ড রাখতে হবে বলে জানানো হয়েছে।

910

সকল রাজ্য সরকারি কর্মীদের ডেটা আপডেটেড থাকা প্রয়োজন। পরিষেবা রেকর্ড সংক্রান্ত নির্দেশনা জারি করে বলা হয়েছে যে পরিষেবার রেকর্ড বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট অফিস প্রধানের।

1010

ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ডেটাবেস তৈরি হচ্ছে। যেখানে রেকর্ডের ভিত্তিতে ডেটা আপডেট করা হয়। নয়া পদ্ধতিতে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের আর কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos