আগামী বছর বাংলায় প্রতিষ্ঠা পাবে 'হিন্দুরাজ', মমতাকে নিশানা করে আসরে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুর

  • এবার আসরে নামলেন প্রজ্ঞা ঠাকুর
  • আগামী নির্বাচনে জিতবে বিজেপি 
  • রাজ্যে হিন্দু রাজ প্রতিষ্ঠা হবে 
  • বলে মন্তব্য করলেন প্রজ্ঞা সিং ঠাকুর 

আগামী বছরই বাংলায় হিন্দু রাজ প্রতিষ্ঠা হবে। দলীয় প্রধান ডেপি নাড্ডার কনভয়ের হামলার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি মধ্যপ্রদেশের ভোপাল  থেকে নির্বাচিত সাংসদও। তিনি বলেন মমতা বন্ধ্য়োপাধ্যায় বুঝতে পেরেছেন তাঁর শাসনের অবসান হতে চলেছে। আর সেই কারণে তিনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছেন। 

Latest Videos


বিজেপি নেত্রী তথা সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বলবেন, আগামী বছরই পশ্চিমঙ্গে বিধানসভা নির্বাচন হবে। সেখানে জিতবে বিজেপি। আর সেই রাজ্যে হিন্দ রাজ প্রতিষ্ঠা হবে। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তাঁর হার নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এই রাজ্য থেকে। আর সেই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলায় চালায় একদল দুষ্কৃতী। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানউতর শুরু হয়েছে। আর তরজা শুধুমাত্র রাজ্যস্তরের নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেই তরজায় জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বও। 

করোনা টিকাকরণের নীল নকসা , দৈনিক নূন্যতম ১০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের ...

আমেরিকায় গান্ধী মূর্তির অবমাননা খালিস্তানিদের, কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে জাতির জনককে অসম্মান..

৯ বছর আগে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষমতা দখল করেছিল। বর্তমানে বামেরা এই রাজ্যে অস্তিত্ব সংকটে ভুগছে। গত লোকসভা নির্বাচনের পর থেকেই মাথা তুলতে শুরু করেছে বিজেপি। বর্তমানে এই রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপি। বিধানসভা নির্বাতন যত এগিয়ে আসছে ততই রণংদেহী মূর্তি ধারণ করছে দুই রাজনৈতিক দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তাতে নতুন মাত্রা যোগ করেছে জেপি নাড্ডার কনভয়ে হামলা। 

Share this article
click me!

Latest Videos

এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh