উত্তপ্ত পহেলগাঁও! মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলার আরও দু'জনের। ঘটনার মঙ্গলবার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে আসে। জানা গিয়েছে, জঙ্গিদের আরও দুই বাঙালি পর্যটকদের মৃত্যু হয়েছে। এ ছাড়াও সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ বলে জানা গিয়েছে। অন্যদিকে পুরুলিয়ারও এক বাসিন্দা মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে বর্তমানে জম্মু-কাশ্মীরে বহু বাংলার পর্যটক আটকে আছেন বলে জানা গিয়েছে। নবান্নের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
নেতাজিনগর থানার এলাকার নিহত বিতান অধিকারীর স্ত্রীয়ের সঙ্গে ফোনালাপ হয়েছিল শঙ্কুদেব পণ্ডার। সেই কথাতেই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেন তিনি। জানা যায়, হামলার মুহূর্তে হামলাকারীরা বারবার ধর্মের কথা জানতে চাইছিল। পড়তে বলা হয় কলমাও। বিতান বাবুর স্ত্রীকে জানান, “কপালে সিঁদুর দেখলেই মেরে দিচ্ছিল ওরা”। তাঁর কথা শুনে তাঁকে যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দিয়েছেন শঙ্কুদেব পণ্ডা। স্বপ্নের ভূস্বর্গ এখন তাঁর কাছে নরকের মতো। অন্যদিকে পহেলগাঁওয়ের হামলার পরেই সৌদি সফর থেকে ফির আসেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন এয়ারপোর্টে বসেই।