'ভারত কোনও ধর্মশালা নয়!' রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মমতাকে তোপ অমিত শাহের

সংক্ষিপ্ত

Amit Shah: লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫ (Immigration and Foreigners Bill, 2025) নিয়ে আলোচনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও এই রাজ্যের সরকারকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

 

Amit Shah: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banrjee) বর্তমানে লন্ডন সফরে (London Visit) ব্যস্ত। কিন্তু ঠিক সময়ই লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫ (Immigration and Foreigners Bill, 2025) নিয়ে আলোচনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও এই রাজ্যের সরকারকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন এই দেশ কোনও ধর্মশালা নয়। পাশাপাশি বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্ন তুনে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন, তিনি আরও বলেন, 'বাংলাদেশি ও রোহিঙ্গারা আগে অসম দিয়ে আসত। এখন পশ্চিমবঙ্গ দিয়ে আসে। যেখানে তৃণমূল সরকার য়েছে। এদের আধার কার্ড দেয় কে? কোথাকার নাগরিক তারা? যত বাংলাদেশি ধরা পড়ছে সকলেরই ২৪ পরগনার আধার কার্ড।' তারপরই অমিত শাহ সৌগত রায়ের দিকে তাকিয়ে বলেন, 'আপনারা কার্ড ইস্যু করবেন না। দেখবেন মানুষ কি, পাখিও প্রবেশ করতে পারবে না।'

লোকসভায় Immigration and Foreigners Bill, 2025 নিয়ে বিতর্কের সময় অমিত শাহ বলেন, ভারত কোনও ধর্মশালা নয়, যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন কেউ যদি দেশের উন্নয়নের স্বার্থে এই দেশে আসে তাহলেই তাঁকে স্বাগত জানান হবে। এদিন Immigration and Foreigners Bill, 2025 বিলটি লোকসভায় পাশ হয়।

Latest Videos

অমিত শাহ আরও বলেন, 'গত দশ বছরে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে ভারত একটি উজ্জ্বল স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত উৎপাদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এবং সারা বিশ্ব থেকে মানুষের ভারতে আসা স্বাভাবিক... ব্যক্তিগত লাভের জন্য এবং দেশকে অনিরাপদ করে তোলার জন্য ভারতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যাও বেড়েছে... রোহিঙ্গা হোক বা বাংলাদেশি, যদি তারা ভারতে অশান্তি সৃষ্টি করতে আসে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' অমিত শাহ আরও বলেন, 'অভিবাসন আলাদা কোনও বিষয় নয়। দেশের অনেক সমস্যা এর সঙ্গে জড়িত... জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, দেশের সীমান্তে কারা প্রবেশ করছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ... যারা দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে তাদের উপরও আমরা কড়া নজর রাখব।' এদিন অমিত শাহ ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের কথাও বলেন, তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে ৬টি নির্যাতিত সম্প্রদায়ের মানুষ এই আইনের মাধ্যমে ভারতে আশ্রয় নিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও