Lok Sabha: অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ, লোকসভায় পাশ অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫

সংক্ষিপ্ত

Amit Shah on illegal Immigration: তৃণমূল কংগ্রেসের সাহায্যে কাভাবে বাংলাদেশী এবং রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ করছে, কীভাবে তারা ভোটার কার্ড, আধার কার্ড পাচ্ছে, সেই তথ্য লোকসভায় ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Immigration and Foreigners Bill, 2025: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার লোকসভায় (Lok Sabha) পাশ হয়ে গেল অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫ (Immigration and Foreigners Bill, 2025)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই বিল সম্পর্কে বলেছেন, দেশের সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে এবং জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটায় এমন কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, পর্যটনের জন্য যাঁরা ভারতে আসছেন, তাঁদের স্বাগত জানানো হচ্ছে। কিন্তু অসৎ উদ্দেশ্যে কেউ ভারতে এলে তাকে ফল ভোগ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, ‘এটা কোনও ধর্মশালা নয় যে কেউ এসে এখানে থাকবে। কে আসছে, কখন আসছে, কেন আসছে, কোথায় থাকছে, তা জানার অধিকার দেশের আছে। দেশের নিরাপত্তায় বিঘ্ন না ঘটিয়ে উন্নয়নে অংশীদার হতে চাইলে তাদের সাদরে আমন্ত্রণ জানাই। কিন্তু দেশের সুরক্ষায় বাধা দিলে কাউকে কোনও অবস্থাতেই দেশে ঢুকতে দেওয়া হবে না।’

অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ

Latest Videos

অমিত শাহ আরও বলেছেন, ‘এই বিলটি দেশের অনেক সমস্যার সঙ্গে জড়িত। এর মাধ্যমে ভারতে আসা বিদেশিদের তথ্য নথিভুক্ত করা হবে। এটি দেশের নিরাপত্তা ও উন্নয়নে সাহায্য করবে।’ দেশের অর্থনীতি, উৎপাদন, ব্যবসা, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যেতে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন।

নতুন বিলে ঠিক কী বলা হয়েছে?

অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫-এ বলা হয়েছে-

  • ভারতে প্রবেশ করতে সঠিক পাসপোর্ট ও ভিসা থাকা আবশ্যক। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া কোনও বিদেশি ভারতে প্রবেশ করলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
  • নকল কাগজপত্র ব্যবহার করলে কঠোর শাস্তি। মিথ্যা তথ্য দিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
  • ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
  • বৈধ ভিসা ছাড়া কেউ ভারতে এলেই আটক করা হবে।
  • কোনও বিদেশিকে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক মনে হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিএএ-র কথা উল্লেখ অমিত শাহের

অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫ নিয়ে কথা বলার সময় সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) প্রসঙ্গও তোলেন অমিত শাহ। তিনি বলেন, ‘পার্সিরা ভারতে আশ্রয় পেয়েছে, এমন ইতিহাস আছে। এখনও তারা এখানে নিরাপদে আছে। প্রধানমন্ত্রী মোদীর শাসনে বিজেপি সরকার প্রতিবেশী দেশ থেকে নির্যাতিত ছয়টি শ্রেণিকে সিএএ-এর মাধ্যমে আশ্রয় দিয়েছে।’

রোহিঙ্গা ও বাংলাদেশীদের প্রতি সতর্কবার্তা

অমিত শাহ আরও বলেছেন, ‘গত ১০ বছরে ভারতীয় অর্থনীতি ১১-তম স্থান থেকে পঞ্চম স্থানে উন্নীত হয়েছে। ভারত উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদেশিদের এখানে আসা স্বাভাবিক। কিন্তু যারা দেশের উন্নয়নে সাহায্য করতে আসবে, তাদের স্বাগত। তবে রোহিঙ্গা বা বাংলাদেশিরা অশান্তি সৃষ্টি করতে এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এই বিলের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং ভারতের উন্নয়নে শক্তি যোগানো সরকারের লক্ষ্য বলে অমিত শাহ স্পষ্ট করেছেন। এখন থেকে দেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসন ও বিদেশ বিল ২০২৫ সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill