৩ বা ৪ নয়! একধাক্কায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল ১২ শতাংশ, ডিএ নিয়ে তুষ্ট কর্মীরা

Published : Feb 21, 2025, 12:17 PM IST

তিন বা চার শতাংশ নয়। এই সরকার একধাক্কায় ১২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যার কারণে সরকারি কর্মীদের খুশির অন্ত নেই। 

PREV
110
মাহার্ঘ ভাতা

মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘ দিনের দাবি একধাক্কায় মিটিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের ঘোষণায় খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।

210
ডিএ ঘোষণা

তিন বা চার শতাংশ নয়। এই সরকার একধাক্কায় ১২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যার কারণে সরকারি কর্মীদের খুশির অন্ত নেই।

310
ঘোষণা

রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পরই রাজ্যের যুগ্ম ক্যাবিনেটসচিব রাজীব রঞ্জন ১২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন।

410
রাজ্য সরকারের ঘোষণা

যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন জানিয়েছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীদের ১২ শতাংশ হারে ডিএ বাড়ান হয়েছে।

510
পঞ্চম বেতন কমিশন

ঝাড়খণ্ডে বর্তমানে পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন ও ডিএ দেওয়া হয় রাজ্যের সরকারি কর্মীদের।

610
ডিএ কার্যকর

রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়েছে নতুন ডিএ কর্যকর হবে ২০২৪ সালের জুলাই মাস থেকে। একদিন রাজ্যের সরকারি কর্মীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার পাবেন ৪৫৫ শতাংশ হারে।

710
লাগু রয়েছে ষষ্ঠ বেতন কমিশনই

এদিকে রাজ্যের ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীদেরও ডিএ বৃদ্ধি হয়েছে। তারা বিদ্যমান ২৩৯ শতাংশ থেকে ২৪৬ শতাংশ ডিএ পাবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

810
হেমন্ত সোরেনের বক্তব্য

এই কর্মচারীরা ২৪৬ শতাংশ ডিএ পাবেন, যা আগে ছিল ২৩৯ শতাংশ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।

910
কেন্দ্রের পথে ঝাড়খণ্ড

কেন্দ্রীয় সরকারের দেখান পথেই ঝাড়খণ্ড সরকার হেঁটেছে। ডিএ বাড়িয়েছে রাজ্যের সরকারি কর্মীদের।

1010
ডিএ বৃদ্ধি বঙ্গে

ডিএ বেড়েছে এই রাজ্যের সরকারি কর্মীদেরও। বাজেটেই ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।

click me!

Recommended Stories