সেরা খবর! রাজ্য সরকারি কর্মীদের এরিয়ার-সহ মিলবে বেতন-ভাতা! বরাদ্দ হল ১৪,০০০ কোটি টাকা

Published : Feb 17, 2025, 12:12 PM ISTUpdated : Feb 17, 2025, 12:13 PM IST

 সরকার কর্মীদের বকেয়া এরিয়ার-সহ টাকা ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা তিন লক্ষ কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর বয়ে আনবে।

PREV
111

বাংলায় ডিএ নিয়ে চাপানউতোর লেগেই রয়েছে, যার জেরে কর্মীদের মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

211

মহার্ঘ ভাতা নিয়ে কোনও ভাবেই রাজ্য় সরকার ও কর্মীদের মধ্যে এই সমস্যার সমাধান হচ্ছে না।

311

এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য মিলল এক দারুণ খবর। কারণ এদের বকেয়া এরিয়ার-সহ টাকা ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

411

মোট ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। ফলে কপাল খুলল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের।

511

রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিরাট পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

611

২০২২ সালের ৩০ জুন থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত সংশোধিত বেতন ও পেনশনের বকেয়া টাকা পাবেন রাজ্যের কর্মীরা।

711

আর এর জেরে যে কর্মীরা সুখের দিন দেখবে তা আর বলার বাকি রাখে না।

811

এই সিদ্ধান্তের ফলে তিন লক্ষ কর্মী বেতন ও পেনশনভোগীরা লাভবান হবেন। খুব শীঘ্রই হাতে টাকাও পাবেন কর্মী ও পেনশনভোগীরা।

911

আর এই দারুণ সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব রাজ্য সরকারের অর্থমন্ত্রক। এই রাজ্যের কর্মীদের দ্রুত মহার্ঘ ভাতা ও বকেয়া বেতন হাতে পাবেন।

1011

এদিকে বাংলার সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন। 

1111

তবে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

click me!

Recommended Stories