দারুণ খবর! রাজ্য সরকারী কর্মীদের DA বাড়ল ৩%, জেনে নিন কবে মিলবে বাড়তি টাকা

Published : Jan 13, 2026, 09:12 AM IST

নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের মোট ডিএ দাঁড়াল ৫৮ শতাংশ, যা কেন্দ্রীয় কর্মীদের সমান। এই সিদ্ধান্তে প্রায় ৩.৯ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।

PREV
15

নতুন বছরে সরকারি কর্মীদের জন্য বিরাট খবর। এবার কেন্দ্রীয় কর্মীদের সমান ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সদ্য মুখ্যমন্ত্রী রাজ্যসরকারী কর্মীদের জন্য DA বা মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। যার ফলে কর্মীদের মূল বেতনের ওপর ৫৮ শতাংশ হাতে ডিএ কার্যর হচ্ছে।

25

সদ্য রাজ্যের কর্মচারী ইউনিয়নের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, কর্মীদের আর্থির সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্যই বাড়বে ডিএ। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩.৯ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। বর্তমানে মূল্যবৃদ্ধির চাপে এই অতিরিক্ত ডিএ তাদের স্বস্তি দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

35

এর আগে ২০২৫ সালের অগস্টে ২ শতাংশ ডিএ বেড়েছিল। যার ফলে ৫৫ শতাংশ ডিএ দাঁড়িয়েছে। আর এবার বাড়ল ৩ শতাংশ। এবার ডিএ-র পরিমাণ দাঁড়াল ৫৮ শতাং। এর দ্বারা উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশন ভোগীরা। বছর শুরুতে ডিএ বৃদ্ধির খবরে খুশির হাওয়া।

45

ডিএ বাড়তে চলেছে ছত্তিশগড় রাজ্য সরকারি কর্মীদের। সদ্য মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই বলেন, দু বছরে রাজ্য সরকার কর্মীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বদলি নীতে থেকে পদোন্নতির নিয়মে এসেছে বদল। চালু হয়েছে একাধিক নিয়ম।

55

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য পেনশন, গ্র্যাচুইটি এবং অবসরকালীন সুবিধা সময় মতো দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে খুশির খবর কর্মীদের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories