চিকিৎসককে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার ৩, পেশ করা হবে আদালতে

  • 'নিচু জাত'- তাই নিত্যদিন বঞ্চনার শিকার
  • নোংরা জাতিবিদ্বেষের শিকার হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি
  • তিন অভিযুক্তকে আজ পেশ করা হবে আদালতে

'নিচু জাত'- তাই নিত্যদিন বঞ্চনার শিকার হতে হত বিওয়াইএল নায়ার হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক পায়েল তদভি-কে। তাঁর মায়ের দাবি, কেবলমাত্র নোংরা জাতিবিদ্বেষের শিকার হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বছর ২২-এর এই চিকিৎসক। পায়েলের এই মনে করিয়ে দেয় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার আত্মহত্যার কথা। অভিযোগ, উঠেছিল জাতিবিদ্বেষের শিকার হয়ে তিনিও আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন- নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মঘাতী অসমের এক বৃদ্ধ

Latest Videos

পায়েলের মায়ের অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালের চিকিৎসক অভিযুক্ত ভক্তি মেহর-সহ অন্য দুই চিকিৎসক হেমা আহুজা ও অঙ্কিতা খণ্ডেলওয়ালের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসেবাদের পর ভক্তি মেহর-কে গ্রেফতার করেছিল পুলিশ, এবং গতকাল রাতে গ্রেফতার করা হয় ঘটনার আরও দুই অভিযুক্ত হেমা আহুজা ও অঙ্কিতা খণ্ডেলওয়ালে-কে। সূত্রের খবর, আজ তাদের পেশ করা হবে আদেলতে।

 

মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অব রেসিডেন্ট ডক্টরস-এর পক্ষ থেকে ইতিমধ্যেই ভক্তি-সহ অভিযুক্ত ওই চিকিৎসকেদের সদস্যপদ খারিজ করা হয়েছে। ঘটনাটিকে খতিয়ে দেখতে আরও গভীর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। এদিন পায়েল তদভি-র মৃত্যুর প্রতিবাদে বিওয়াইএল নায়ার হাসপাতালের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁর মা ও স্বামী। বহু দলিত এবং আদিবাসী সংগঠন-এর পক্ষ থেকেও ওঠে প্রতিবাদের ঝড়। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এদিন মাঠে নেমেছিলেন তাঁরা। 

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল