বিতর্কিত ইউটিউবারের বাড়িতে সাতসকালে দুস্কৃতী হামলা,পরপর দু-ডজন গুলি মারার অভিযোগ

Published : Aug 17, 2025, 10:00 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Youtuber Elvish Yadav: হরিয়ানার বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে দুস্কৃতী হামলার অভিযোগ। কী কারণে এই হামলা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Youtuber Elvish Yadav: বিগবস বিজেতা এবং বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদবের বাড়ি লক্ষ্য করে প্রায় দু-ডজন গুলি ছোঁড়ার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। রবিবার ভোরবেলা আনুমানিক সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। যদিও সেই সময় বাড়িতে না থাকায় বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন ওই বিতর্কিত ইউটিউবার। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরবেলা অজ্ঞাত পরিচয়ের তিন দুস্কৃতী বাইকে করে এসে এই হামলা চালায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, রবিবার খুব সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে অবস্থিত এলভিশ যাদবের বাড়িতে। পুলিশের দাবি, বাড়ির একতলাতেই গুলি ছোঁড়া হয়। যদিও ওই বাড়ির দুইতলা এবং তিনতলাতেই এলভিশ তার পরিবার নিয়ে থাকতেন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। এদিকে ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। তারা গিয়েছে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে।

 

 

এছাড়াও আসেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কারা কেন এই কাজ করল সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ব্যক্তিগত শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যাদবের পরিবারের তরফেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায়। তবে যার বাড়িতে এতকাণ্ড তিনি এই মুহুর্তে হরিয়ানার বাইরে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে