হুমকির অভিযোগ আর জি করে নির্যাতিতার বাবা-মায়ের, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাষ্ট্রপতির

Published : Aug 16, 2025, 07:18 PM ISTUpdated : Aug 16, 2025, 07:31 PM IST
President Droupadi Murmu

সংক্ষিপ্ত

President Droupadi Murmu: আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার পদক্ষেপ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

DID YOU KNOW ?
নবান্ন অভিযানে সংঘর্ষ
নবান্ন অভিযানের দিন পার্ক স্ট্রিটের কাছে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম হন আর জি করে নির্যাতিতার মা।

RG Kar Case: আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আর্জিতে সাড়া দিয়ে পদক্ষেপ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তিনি বৃহস্পতিবারই নিহত চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। শনিবার জানা গেল, পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন রাষ্ট্রপতি। বুধবার রাষ্ট্রপতিকে ই-মেল করেন নির্যাতিতার বাবা। তিনি ই-মেলে লেখেন, 'আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান। আমরা সব হারিয়েছি। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তিনবার আমরা মেইল করলাম। আমাদের অনুরোধ এবার উত্তর দিন।' এই ই-মেলের জবাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এরপর তিনি পদক্ষেপ নিলেন।

ন্যায়বিচারের আশায় নির্যাতিতার পরিবার

৯ অগাস্ট আর জি করের ঘটনার এক বছর হওয়ার দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার পরিবার। সেদিন কলকাতার পার্ক স্ট্রিটের কাছে পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন নির্যাতিতার মা। তিনি আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার বাবা অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে মেরেছে পুলিশ। হাতের শাঁখা ভেঙে দেওয়ার অভিযোগও করেছেন নির্যাতিতার মা। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কারও কাছে মারধর করার ফুটেজ থাকলে জমা দেওয়ার আবেদন জানায় পুলিশ। কিন্তু কেউ সেই ফুটেজ দিতে পারেননি। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদক্ষেপ ঘটনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাবেন মুখ্যসচিব?

রাষ্ট্রপতি রিপোর্ট তলব করলেও, মুখ্যসচিব জবাব দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নবান্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, রাষ্ট্রপতির চিঠির জবাব না-ও দিতে পারেন মুখ্যসচিব। কারণ, কলকাতা পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মাকে মারধর করা হয়নি। পুলিশের রিপোর্টের উপর নির্ভর করছে রাজ্য সরকার। ফলে এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সংঘাত তৈরি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক আর জি করে নির্যাতিকতার বাবা-মার
৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের ডাকে নবান্ন অভিযান হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়