অ্যাকাউন্টে ঢুকবে তিন মাসের বকেয়া! সঙ্গে দেওয়া হবে DA! মে মাসেই অতিরিক্ত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা

Published : May 02, 2025, 02:07 PM IST

দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। মে মাস শুরু হতেই সুখবর পেয়েছেন হাজার হাজার রাজ্য সরকারি কর্মী। জানানো হয়েছে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে তিন মাসের বকেয়া! সঙ্গে দেওয়া হবে DA! মে মাসেই অতিরিক্ত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। জানুন বিস্তারিত।

PREV
110

মে মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট সুখবর পেলেন কয়েক হাজার সরকারি কর্মী।

210

এবার রাজ্য সরকার কেন্দ্রের পথে হেঁটে বহু কর্মীর ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল।

410

জানা গিয়েছে, নতুন হারগুলি ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে, জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বকেয়া পাওনা পাওয়া

510

এর ফলে প্রায় ১৮ হাজার কর্মচারী উপকৃত হবেন। পেনশনভোগীরাও উপকৃত হবেন।

610

সরকারি সূত্রে খবর, নতুন হার ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। ফলে মাঝে থাকছে ৩টে মাস তাই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া পরিশোধ করা হবে এপ্রিল, মে এবং জুন মাসে।

710

মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এর মাধ্যমে, কর্মীরা প্রতি মাসে কিছু অতিরিক্ত টাকা পাবেন।

810

২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে, যা মে মাসে মিলবে।

910

স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তকে ঘিরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।

1010

বাংলার না, ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ কোম্পানিতে কর্মরত কর্মচারী, কর্মকর্তা এবং পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি করেছে।

click me!

Recommended Stories