লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! মহিলাদের বছরে ১৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার! কীভাবে আবেদন করবেন?

Published : May 02, 2025, 10:32 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের দুর্দান্ত জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পকে টেক্কা দিতে এবার কেন্দ্রীয় সরকার এক মোক্ষম প্রকল্প আনল, যার দরুণ এবার শুধুমাত্র মেয়েরাই নয়, পুরুষরাও টাকা পেয়ে যাবেন। তাও কিনা আবার ১৫,০০০ টাকা। কীভাবে আবেদন করবেন দেখে নিন

PREV
114

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গর্বের শেষ নেই পশ্চিমবঙ্গ সরকারের। প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেনী থেকে শুরু করে জনজাতি মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে সরকার।

214

সাধারণ শ্রেনীর মহিলাদের প্রতি মাসে এখন ১০০০ টাকা এবং জনজাতি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকার বদলে এবার ১২০০ টাকা করে দিচ্ছে সরকার।

414

কিন্তু এবার কেন্দ্রীয় সরকার এক মোক্ষম প্রকল্প আনল, যার দরুণ এবার শুধুমাত্র মেয়েরাই নয়, পুরুষরাও টাকা পেয়ে যাবেন। তাও কিনা আবার ১৫,০০০ টাকা।

514

কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার সাধারণ মানুষের সুবিধার্থে কিছু না কিছু করেই চলেছে। বিশেষ করে একের পর এক প্রকল্প আনছে।

614

এহেন অবস্থায় নতুন করে কেন্দ্রের মোদী সরকার এমন এক প্রকল্প আনল যার দরুন উপকৃত হবেন বহু মানুষ। আবেদন করলেই পেয়ে যাবেন ১৫,০০০ টাকা।

714

এখন নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র কী এমন প্রকল্প আনল ? তাহলে বিশদে জানতে চোখ রাখুন এই খবরে।

814

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আপনি যদি মহিলা হন তাহলে আপনার জন্য রয়েছে ভালো খবর।

914

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনস্থ একটি পরিকল্পনা হল Free Sewing Machine প্রদান প্রকল্প।

1014

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন চালনা করার প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পর মেশিন কেনার জন্য আর্থিক সহায়তা করা হয়। আর সেই আর্থিক সাহায্যের পরিমাণ হল ১৫,০০০ টাকা।

1114

দেশের মহিলাদের মূলত স্বনির্ভর করে তুলতে কেন্দ্রের তরফে এই Free Sewing Machine প্রদান প্রকল্প চালু করা হয়েছে। টুল কিটের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।

1214

যেসব মহিলাদের বয়স ২০ থেকে ৪০ বছর তাঁরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। আর্থিকভাবে দুর্বল, শহর বা গ্রামে বাস করেন এবং যেসব মহিলাদের পারিবারিক আয় ১২ হাজার টাকার কম তাঁরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

1314

নথি হিসেবে লাগবে আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, একটি মোবাইল নম্বর, বার্থ সার্টিফিকেট।

1414

আবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

click me!

Recommended Stories