খাটের বাক্সের মধ্যে শিশুদের দেহ, মেঝেতে পড়ে বাবা-মা! যোগীরাজ্যে থ্রিলিং মার্ডার

Published : Jan 10, 2025, 12:49 PM IST
murder in banka

সংক্ষিপ্ত

এদিকে বাবা-মা মৃত অবস্থায় পড়ে আছে মেঝেতে। 

উত্তরপ্রদেশে যেন রহস্যমৃত্যু। খাটের বাক্সে লুকোনো তিনজন শিশুর দেহ।

এদিকে বাবা-মা মৃত অবস্থায় পড়ে আছে মেঝেতে। উত্তরপ্রদেশের মীরাটে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার, রাতে একপ্রকার সিনেমাটিক কায়দায় ওই পাঁচজনের দেহ উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটেছে মীরাটের লিসাদি গেট থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। সেই পরিবারের সদস্যদেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরেই সন্দেহজনক কিছু ঘটেছে ভেবে তাদের আত্মীয়রা পুলিশে খবর দেন। তারপর পুলিশ এসে তালাবন্ধ বাড়িতে ঢুকতে না পেরে, ছাদ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে।

আর ঘরে ঢুকতেই যেন পুলিশকর্মীদের চোখ কার্যত ছানাবড়া। দেখা যায়, মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন বাড়ির মালিক মইন এবং তাঁর স্ত্রী আসমা। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর, খাটের বাক্স থেকে উদ্ধার করা হয় তাদের তিন মেয়ে, আফসা, আজিজা, এবং আদিবার দেহ।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই পাঁচজনকেই খুন করা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে অভিমত তাদের। তদন্তকারীরা জানাচ্ছেন, যেভাবে বাড়ি তালাবন্ধ অবস্থাতে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল, তাতে মনে হচ্ছে পরিচিত কেউই এই কাণ্ড ঘটিয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, মৃতদের একজনের পা বিছানার চাদর দিয়ে বাঁধা ছিল। আর তার জেরেই, খুনের তত্ত্ব আরও জোরালো হচ্ছে। তবে এই ঘটনার পিছনে আসলে কারা জড়িত, তা নিয়ে পুলিশ এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের